সনৎ ঝা, দার্জিলিং: উত্তরবঙ্গে (North Bengal) ডেঙ্গির (Dengue) থাবা কি ক্রমশ বড় হচ্ছে? সেই আশঙ্কা বাড়িয়ে দিল দার্জিলিং (Darjeeling) জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট। ক্যুইন অফ হিলসের জেলায় মশাবাহিত রোগে আক্রান্ত ১৪ জন। মৃত্যু হয়েছে এক কিশোরের। শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪। পুরসভার কাজ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। 


উত্তরবঙ্গে ছড়াচ্ছে ডেঙ্গি


উত্তরবঙ্গে ডেঙ্গির জাল বিস্তার। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের পর এ বার দার্জিলিং। বর্ষা হাজির হওয়ার আগেই উত্তরের আরও এক জেলায় ডেঙ্গির ভ্রুকুটি।


জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং জেলায় ১৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গত ১২ মে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে খড়িবাড়ির বাসিন্দা এক কিশোরের। শিলিগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত ৪ জন। তাঁরা প্রত্যেকেই উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসাধীন। 


উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট সঞ্জয় মল্লিক বলেন, "ডেঙ্গি রোগীদের চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে আলাদা ব্লক তৈরি করা হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন।"


আরও পড়ুন: Fuel Price: ৪০ টাকা বাড়িয়ে ৭ টাকা হ্রাস! জ্বালানি-শুল্ক নিয়ে কেন্দ্রকে নিশানা বিরোধীদের


জেলা স্বাস্থ্য দফতর সূত্রে আরও খবর, শিলিগুড়ি শহরে ডেঙ্গির প্রাদুর্ভাব এখনও পর্যন্ত ৩৬ নম্বর ওয়ার্ডেই সীমাবদ্ধ রয়েছে। ওই এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দিচ্ছে প্রশাসন। 


ডেঙ্গির মশার লার্ভা যেহেতু জমা জলে জন্মায়, তাই কোনও ভাবেই কোথাও যাতে জল জমে না থাকে, তার জন্য সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য আধিকারিকরা। ডেঙ্গি মোকাবিলা নিয়ে তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার কাজকর্ম নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 


রাজনৈতিক চাপানউতোর


শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, "পুরসভা এখনও পর্যন্ত বাড়তি শ্রমিকই নিয়োগ করতে পারেনি। পুরোপুরি উদাসীন প্রথম থেকেই। স্বাভাবিক ভাবেই উদ্বেগ ক্রমশ বাড়ছে।" শিলিগুড়ি পুরসভার মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব যদিও বলেন, "বাড়ি বাড়ি যাচ্ছে পুরসভার লোক। নর্দমা পরিষ্কার করা হচ্ছে। স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ রেখেই কাজ করা হচ্ছে।" কিন্তু করোনার প্রকোপ পুরোপুরি কাটার আগেই ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গে।