কলকাতা: পৃথক রাজ্যের পরে এবার উত্তরবঙ্গকে (North Bengal) কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি। উত্তরবঙ্গকে কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি বিজেপি (BJP) বিধায়কের। মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের মন্তব্যর পরই বিতর্ক বেড়েছে।
কী বলেছেন তিনি?
- ‘দিনের পর দিন বঞ্চনার শিকার উত্তরবঙ্গ’
- ‘আন্তর্জাতিক সীমান্ত আছে, মাদক-গরু পাচারও চলছে’
- ‘জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে হস্তক্ষেপ করুক কেন্দ্র’,
- উত্তরবঙ্গকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণার দাবি বিজেপি বিধায়কের
আরও পড়ুন, মূর্তি চুরির পর স্বপ্নে হাড়হিম দৃশ্য! ভয়ের চোটে চিঠি লিখে ঠাকুর ফেরত দিল চোর
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে বিজেপির বিক্ষোভ চলে। মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, “সুবীরেশ ভট্টাচার্য এসএসসি দুর্নীতিতে জড়িত।বাগের রিপোর্টে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে। কত লোকের চাকরির অধিকার কেড়ে নিয়েছে। যতক্ষণ না ক্লিনচিট পায় ততদিন পদ থেকে সরানো হোক। আন্দোলন চলবে’’ বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল।
শিলিগুড়ির মেয়র তথা তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য গৌতম দেব বলেন, “কতদূর পড়াশোনা করেছে এরা। প্রাক্তন বিচারপতি হাইকোর্টে রিপোর্ট দিয়েছেন। আদালতে আগে পর্যালোচনা হোক। এখনই ব্যবস্থা নেওয়া যায় না।অপেক্ষা করতে হবে। জমি দুর্নীতির কথা জানা নেই।’’ এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটে ঘণ্টাদুয়েক ধরে চলে বিজেপির বিক্ষোভ। উপাচার্য পদত্যাগ না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।