কলকাতা: অফলাইন (Offline Exam) নয়, অনলাইন পরীক্ষার (Online Exam) দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে (Rabindrabharati University) তাণ্ডব। উপাচার্যের ঘরের দরজায় লাথি। সকাল থেকে উপাচার্য ঘেরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকতে হল পুলিশ।
অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ: দরজায় দফায় দফায় লাথি একের পর এক পড়ুয়ার। দরজা ভেঙে উপাচার্যের ঘরে ঢোকার চেষ্টা করলেন বিক্ষোভকারীরা। ঘরের মধ্যে উপাচার্য, আর তখন দরজায় ক্রমাগত চলল ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে ডাকতে হল পুলিশকে। অনলাইন পরীক্ষার দাবি ঘিরে সকাল থেকে ধুন্ধুমার কাণ্ড ঘটে গলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। কিন্তু কেন এই বিক্ষোভ? পড়ুয়াদের দাবি, ক্লাস না হওয়ার জেরে সিলেবাস শেষ হয়নি। এর মধ্যে অফলাইনে পরীক্ষা হলে তাঁরা সমস্যায় পড়বেন। এক পড়ুয়ার দাবি, "আমরা যখন উপাচার্যের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, তখন কয়েকজন মহিলা এসে আমাদের বাধা দেন। আমার রীতিমতো পড়ে যাই। হাতে লেগেছে।'' আরেক পড়ুয়ার দাবি, উপাচার্য আমাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন। সাফ জানিয়ে দেন অনলাইন পরীক্ষাই হবে। ক্লাস হয়নি, সিলেবাস শেষ হয়নি। এতগুলো পড়ুয়ার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের প্রস্তুতির জন্য সময় দেওয়া হয়নি।'' এদিন এপ্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, "দু- একটি বিভাগের অভিযোগ আছে। আলোচনার মাধ্যমে দেখছি কীভাবে সমাধান করা যায়। পরীক্ষা অফলাইনেই হবে। অনলাইনে পরীক্ষা হলে কী আলাদা প্রস্তুতি হবে?''
অনলাইনে পরীক্ষার দাবিতে রাজ্যজুড়ে সংক্রমণের মতো ছড়াচ্ছে বিক্ষোভ। স্নাতক, স্নাতকোত্তরে পরীক্ষা অফলাইন না অনলাইন হবে, তা সিদ্ধান্ত নেওয়ার ভার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের হাতে ছেড়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। কল্যাণী, বিদ্যাসাগর ও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষার কথা জানিয়েছে। অন্যদিকে অফলাইনের পথে হেঁটেছে যাদবপুর, রবীন্দ্রভারতী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যায়। এই প্রেক্ষাপটে, অনলাইনে পরীক্ষার দাবিতে শহর থেকে জেলায় সংক্রমণের মতো ছড়িয়েছে পড়ুয়াদের বিক্ষোভ।
এদিন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ও পার্ক সার্কাস ক্যাম্পাসে পড়ুয়ারা বিক্ষোভ দেখান। অনলাইন না হলে, পরীক্ষা বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীদের যুক্তি, অনলাইনে নম্বর বেশি ওঠে। কলকাতা ছাড়িয়ে বিক্ষোভ ছড়িয়েছে জেলাতেও। কীভাবে পরীক্ষা হবে তা এখনও বর্ধমান বিশ্ববিদ্যালয় ঠিক না করলেও, অনলাইনে পরীক্ষার দাবিতে রাজবাটি ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সিউড়ি বিদ্যাসাগর কলেজ ও বোলপুরের পূর্ণীদেবী কলেজের পড়ুয়ারা, অনলাইনে পরীক্ষার দাবিতে প্রিন্সিপালকে ঘেরাও করেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও একই দাবিতে চলে বিক্ষোভ। সব মিলিয়ে পরীক্ষায় অফলাইন-অনলাইন বিতর্ক ঘিরে সরগরম শিক্ষাঙ্গন।
Education Loan Information:
Calculate Education Loan EMI