কোচবিহার: উত্তরবঙ্গে (North Bengal) তেমনভাবে ঘাসফুল না ফুটলেও কোচবিহারে (Cooch Behar) নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) কেন্দ্রে ২৪ এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) উড়ল সবুজ। এদিকে, কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক হেরে যাওয়ার পর থেকেই বিজেপি পরিচালিত একাধিক গ্রাম পঞ্চায়েত একে একে দখল করেছে তৃণমূল (TMC)।
এরই মধ্যে ভোটে জয়ের পরেই বিরোধীদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা উদয়ন গুহ। কোচবিহার জয়ের পরেই হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর লোকসভা ভোটে ৩ পুরসভায় পিছিয়ে কেন, তা নিয়েই ওঠে প্রশ্ন, রোষে বন্ধ উন্নয়ন, এই প্রশ্নও তোলা হয়। 'শহরের মানুষ বেশি চালাক, তাই একটাকাও নয়', কোচবিহার, মাথাভাঙা, দিনহাটা-৩ পুরসভাতেই ভোটে এগিয়ে বিজেপি।
ভোটের ফল বেরোতেই ৩ পুরসভার বাসিন্দাদের হুঁশিয়ারি উদয়নের। 'মাথাভাঙা ১-র জন্য ৪ কোটি, মাথাভাঙা ২ নম্বর ব্লকের জন্য ১০ কোটি। ব্লকের জন্য টাকার ব্যবস্থা করে এসেছি, কিন্তু শহরের জন্য নয়। শহরের মানুষ গ্রামের চেয়ে বেশি চালাক, ঠিক করতে হবে কী চান। কিছু পেতে হলে কিছু দিতে হয়', এমনই মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। উন্নয়ন চান, না ধর্ম চান, ঠিক করতে হবে শহরের মানুষকে, এমন বার্তাই দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের মন্তব্যে অনড় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। বললেন, গ্রামের লোক বেশি ভোট দিয়েছে তাই তারা আগে টাকা পাবে। শহর পাবে পরে। শহরের মানুষের আগে উপলব্ধি হোক, কিছু পেতে হলে কিছু দিতে হয়।
অন্যদিকে, ভোটে জয়ের পরেই বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। '৯টি বিধানসভাতেই জিততে যা করার তাই করতে হবে। কোচবিহারে জিততে হবে ৯টি বিধানসভার ৯টিতেই। ৯টি বিধানসভাতেই জিততে যা করার তাই করতে হবে। আমরা কেউ বিবেকানন্দ হয়ে আসনি, যা করার করতে হবে। একটা চড় মারলে, ১০টা চড় মারার জন্য তৈরি থাকতে হবে', মাথাভাঙার সভা থেকে বিরোধীদের হুমকি জগদীশ বর্মা বসুনিয়ার।
আরও পড়ুন, বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করলেই শাস্তি! সতর্কবার্তা রেলের
এদিকে, সাধারণ মানুষ যে EVM-এ ভোট দিয়েছেন, আর যে EVM-গুলো গোনা হয়েছে, তার একাংশ ছিল আলাদা। কোচবিহার লোকসভা কেন্দ্রে ৩৯ হাজারের বেশি ভোটে তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার কাছে হারের পর, এই বিস্ফোরক অভিযোগ করলেন নিশীথ প্রামাণিক। এর পাশাপাশি, ৮ শতাংশ বুথে ছাপ্পা ভোট হয়েছে বলেও অভিযোগ করেছেন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ভোটগণনা শেষ হওয়ার আগেই, কাউন্টিং সেন্টার ছাড়েন নিশীথ। তারপর থেকে আর কোনও কথাই বলেননি অমিত শাহের এক সময়ের ডেপুটি। আর, দিল্লি থেকে ফিরে বুধবার একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে