উত্তরবঙ্গ: উত্তরবঙ্গে বিপর্যয়, সুকিয়াপোখরিতে গিয়ে নিখোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। নিখোঁজ হিমাদ্রি পুরকাইত দক্ষিণ ২৪ পরনগার কামারপোলের বাসিন্দা। হিমাদ্রি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। উৎকণ্ঠায় হিমাদ্রির পরিবার-পরিজনরা। 

Continues below advertisement

আরও পড়ুন, উত্তরবঙ্গে বিপর্যয়ে মৃত্যুমিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর, দার্জিলিঙের সাংসদের সঙ্গে ফোনে কী কথা ?

Continues below advertisement

ছোট থেকেই ভ্রমণের নেশা ছিল, পরবর্তীকালে সেটাকেই পেশা করেন যাদবপুর পড়ুয়া হিমাদ্রি

গত ২২ তারিখ হিমাদ্রি দার্জিলিং রওনা দিয়েছিলেন। ২৬ তারিখ তিনি সেখানে পৌঁছন। ছোট থেকেই ভ্রমণের নেশা ছিল। পরবর্তীকালে সেটাকেই পেশা করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হিমাদ্রি পুরকাইত। সেখানে একটি হোম স্টে কটেজে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতেন। তারপর গতকাল রাত ১০টার সময় শেষবার কথা হয়। একেবারেই ঘরোয়া কথাবার্তা হয়। যেখানে হিমাদ্রি থাকতেন, সেখানে ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তার পরবর্তীকালে, আজ সকাল থেকে আর কোনওরকম ফোনে যোগাযোগ করতে পারছে না পরিবারের লোকজন।

প্রশ্ন : শেষ কখন ছেলের সঙ্গে কথা হয়েছে ?

হিমাদ্রির মা শুক্লা পুরকাইত : (গতকাল শনিবার) রাত ১০ টা

প্রশ্ন : কী কথা হয়েছে ?

হিমাদ্রির মা শুক্লা পুরকাইত : ওই কী খেয়েছে, কেমন আছে ? কী করছে.....বলল মা শুয়ে পড়েছি। কোথায় শুয়েছিস ? জিজ্ঞেস করতে বলল, খুব বৃষ্টি হচ্ছে, টেন্ট টানিয়ে শুয়ে আছি। আমি বললাম টেন্ট টানিয়ে শুয়েছিস কেন, রুমে যা। বলে রুমে দুই তিন জন এসেছে, শুনে পারব না। ..বেশিরভাগ কথা হয় রাতের দিকে। আমি সকালে এই সব খবর শুনে, সকাল থেকে বারবার ফোন করছি। স্যুইচ অফ বলছে। ভাবলাম, রাতে বৃষ্টি হয়েছে, হয়তো ফোনে চার্জ নেই। স্যুইচ অফ বলছে সেই জন্য। তারপরে আর কোনও কথা হয়নি। 

উল্লেখ্য, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে কুড়ি। মৃতদের মধ্য়ে তিনজন শিশু। লাগাতার বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। জলের তোড়ে ভাঙছে সেতু, তাসের ঘরের মতো নদীতে মিশছে ঘরবাড়ি, ধসে তলিয়ে যাচ্ছে রাস্তা। প্রকৃতির কাছে সবকিছুই যেন তুচ্ছ! প্রাণ বাঁচাতে মানুষের মতো জল-যুদ্ধে নেমেছে ডুয়ার্সের বণ্য়প্রাণও। লাগাতার প্রবল বৃষ্টি ও ধসে এখন এরকমই বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। ফুঁসছে তিস্তা-বালাসন-সহ একাধিক নদী। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)