কলকাতা: প্রধানমন্ত্রীর পর এবার উত্তরবঙ্গে বিপর্যয়ে মৃত্য়ুমিছিল নিয়ে শোকজ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তের সঙ্গে গোটা পরিস্থিতি নিয়ে কথা বলেছি। ইতিমধ্য়েই NDRF সেখানে কাজ করছে, তৈরি আছে আরও টিম, প্রয়োজনে তারাও উদ্ধারকাজে সামিল হবে। পাশাপাশি বৃষ্টি ও ধসে মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা ও আহতদের আরোগ্য়কামনা করেছেন অমিত শাহ।উত্তরবঙ্গে বিপর্যয়, দার্জিলিঙের সাংসদের সঙ্গে ফোনে কথা অমিত শাহের। 

আরও পড়ুন, উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ ! খবর GTA সূত্রেপ্র

অপরদিকে, এদিন প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, ভারী বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত দার্জিলিঙের এবং আশপাশের এলাকার পরিস্থিতির প্রশাসন গভীরভাবে নজরদারি চালাচ্ছে। শোকগ্রস্থ পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের দার্জিলিঙে ভারী বৃষ্টিপাতের কারণে প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।আহতদের জন্য আরোগ্য কামনা করেছেন তিনি।

এদিকে সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, শনিবার রাতের কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টি এবং বাইরে থেকে নদীর অতিরিক্ত জলের প্রবাহের কারণে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।তিনি আরও লিখেছেন, প্রবল বৃষ্টিপাত এবং নদীর বন্যা পরিস্থিতিতে আমরা কয়েকজন ভাইবোনকে হারিয়েছি। আমি মর্মাহত এবং দুঃখিত। আমি মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং অবিলম্বে পরিবারগুলিকে সমস্তরকম সাহায্য পাঠাব।

শনিবার রাত থেকে আমি সর্বক্ষণ পরিস্থিতির দিকে নজর রাখছি। আমি মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, উত্তরবঙ্গের জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছি। এই বৈঠকে গৌতম দেব এবং অনিত থাপার মতো জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আমি ক্রমাগত যোগাযোগ রাখছি এবং আগামীকাল (সোমবার) মুখ্যসচিবের সঙ্গে উত্তরবঙ্গে যাচ্ছি। উত্তরবঙ্গের পর্যটকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী লিখেছেন, তাঁরা যেখানে আছেন সেখানেই থাকুন, যতক্ষণ না আমাদের পুলিশ তাদের নিরাপদে সরিয়ে আনে। উদ্ধারের খরচ আমাদের এবং পর্যটকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।