সন্দীপ সরকার ও রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: কারও বাড়িতে খাবার নেই। কারও সন্তানের বই-খাতা ঝড়ে উড়ে গেছে। কারও, পোলট্রি ফার্ম নিশ্চিহ্ন। জলপাইগুড়িতে কয়েক মিনিটের টর্নেডো, (Jalpaiguri Storm) বিপন্ন করেছে বহু মানুষের জীবন। কতদিনে আবার ছন্দে ফিরতে পারবেন তারা, জানেন না কেউই।
বিপন্ন বহু মানুষের জীবন: কয়েক মিনিটের টর্নেডো, ওই এলাকার মানুষগুলোকে ঠেলে দিয়েছে প্রবল অনিশ্চয়তার দিকে। কেউ হারিয়েছেন স্বজন, কেউ হারিয়েছেন ঘরবাড়ি, কেউ সহায় সম্বলহীন। ময়নাগুড়ির উত্তর পুটিমারির বাসিন্দা মিন্টু রায় বলেন, “কিছুই পাইনি। পলিথিন যা নিয়ে এসেছে, সবাই তো আর পায়নি। কালকে দুপুরবেলা খিচুড়ি খাইয়েছে। আর সেরকম সরকার থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়নি।’’
কবে ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে?
প্রকৃতির রোষের সামনে কিছুই ছাড় পায় না। যেমন ছাড় পায়নি পড়ুয়াদের বই-খাতা। অভাবের সংসারে কোনওমতে টাকা জমিয়ে মেয়ের বই কিনেছিলেন বার্নিশের বাসিন্দা ময়না অধিকারী। কিন্তু, ঝড় উড়িয়ে নিয়ে গেছে সব কিছু। “বইগুলো নতুন কিনে দিয়েছি, ৩ হাজার টাকা দিয়ে। সব বই উড়িয়ে নিয়ে গেছে।’’ মুম্বই-ফেরত পরিযায়ী শ্রমিক রানা রায়। দুর্ঘটনায় আঙুল হারিয়ে, গ্রামে ফিরে ব্যবসা শুরু করেছিলেন। কয়েক মিনিটের ঝড়ে উড়ে গেছে তাঁর আস্ত পোলট্রিটাই। ময়নাগুড়ির উত্তর পুটিমারির বাসিন্দা রানা রায় বলেন, “পোলট্রি ছিল। ২ হাজার মুরগি ছিল। ঝড়ের মধ্যে সব উড়ে গেছে। কোনও মুরগির খোঁজখবর পাইনি। কম করে ৩-৪ লাখ টাকার ব্যবসা ছিল।
প্রকৃতি কেড়েছে আশ্রয়। যেটুকু বেঁচেছিল, সেটুকু কেড়েছে মানুষ। জলপাইগুড়ির বার্নিশের কালীবাড়ি গ্রামে, এই পরিবারের অভিজ্ঞতা মারাত্মক। বার্নিশের বাসিন্দা পরিণীতা রায় বলেন, “আলমারিটাই নেই, উধাও তো। আমরা তো তখন ওই পরিস্থিতিতে সবাই চলে গেছি। এসে দেখছি নেই। কতটা কী, হাওয়ায় নিয়ে গেল নাকি, মানুষে নিয়ে গেল বলতে পারব না।’’
একদিকে যেমন রয়েছে সব হারানোর যন্ত্রণা, তেমন রয়েছে বঞ্চনার অভিযোগও। সময় যত গড়াচ্ছে, ততই দীর্ঘ হচ্ছে সেই অভিযোগের তালিকা। ময়নাগুড়ির বার্নিশের কালীবাড়ি গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ, প্রায় ৩ দিন হতে চলেছে, এখনও বহু জায়গায় পৌঁছয়নি ত্রাণ। পানীয় জল নেই, খাবার অমিল, বিদ্যুৎহীন এলাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: দেবাশিস ধরকে নিয়ে অসন্তোষ, বীরভূমেও বিজেপির প্রার্থী-ক্ষোভ