কলকাতা: ত্বকের বোটক্স অনেকেই নিয়মিত করান। অনেকে এর কথা শুনেছেন। ঠিক তেমনই হল চুলের বোটক্স।‌ ত্বকের বোটক্সে মুখ্য ভূমিকা পালন করে কোলাজেন। তবে এখানে অর্থাৎ চুলে সেটি হল কেরাটিন।‌ বিভিন্ন হেয়ার ট্রিটমেন্টের মধ্যে কেরাটিন দিয়ে এই হেয়ার বোটক্স চুলের জন্য সত্যিই উপকারী। এটি চুল বাড়ানো ছাড়া একাধিক কাজ করে ।


হেয়ার বোটক্সের কাজ ?


হেয়ার বোটক্স আদতে চুলের কেরাটিন ট্রিটমেন্ট। এটি চুলের ডিপ কন্ডিশনিং করে। চুলের গোড়ায় গিয়ে পুষ্টি জোগায়। চুলের যত্নে একাধিক ভূমিকা রয়েছে হেয়ার বোটক্সের।



  • চুলের গভীরে গিয়ে  ডিপ কন্ডিশনিং করে হেয়ার বোটক্স।

  • কেরাটিন চুলের গোড়ায় পুষ্টি জোগায়। যে চুলের অবস্থা খারাপ, তার অবস্থা ফেরায়।

  • অন্যান্য হেয়ার ট্রিটমেন্টের মতোই সমান ফল দেয় হেয়ার বোটক্স।


হেয়ার বোটক্স করালে কী কী উপকার ?



  • হেয়ার বোটক্স নষ্ট হয়ে যাওয়া চুলগুলোকে মেরামত করে।

  • চুলের গোড়া দুর্বল হলে তা শক্ত করে। এর ফলে চুল পড়া কমে যায় অনেকটা।

  • কেরাটিন প্রোটিন রয়েছে বলে অন্যান্য হেয়ার ট্রিটমেন্টের থেকে এটি বেশি কার্যকরী।

  • হেয়ার বোটক্স করালে চুল‌ বড় হওয়ার পথে কোনও বাঁধা থাকে না। কারণ এই ট্রিটমেন্টের ফলে অনেকটা পুষ্ট হয় চুল।

  • ঘন‌ চুল পেতে হলে অনেকেই বিভিন্ন হেয়ার ট্রিটমেন্ট করান।‌ এই ট্রিটমেন্ট কখনও মেডিসিন দিয়ে হয়। কখনও আবা বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে করাতে হয়। তবে হেয়ার বোটক্সে সেই ঝামেলা নেই। 

  • অনেকেই চুল আঠা আঠা হয়ে যায়। তাদের জন্য বোটক্স সেরা বিকল্প বলে জানাচ্ছেন একাধিক বিশেষজ্ঞ।


অন্যান্য ট্রিটমেন্টের থেকে ভাল ?



  • অন্যান্য ট্রিটমেন্টের থেকে এটির ঝামেলা কম। এমনকি সময়ও কম লাগে। তিন মাস পর্যন্ত স্থায়ী হয় হেয়ার বোটক্স। তিন মাস বা ৬০ বার চুল ধোয়ার পরেও সেটি স্থায়ী হয়। 

  • তবে বোটক্স কোনও ওয়ান টাইম ট্রিটমেন্ট নয়। অর্থাৎ একবার করালে আর করাতে হবে না, এমন মোটেই নয়। বরং একটি নির্দিষ্ট সময় অন্তর হেয়ার বোটক্স বারবার করানো জরুরি। ৩ মাস পর পর একবার করে এই ট্রিটমেন্ট করিয়ে নিতে হয়।‌


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন -
Health Update: কমবে ওষুধের খরচ ! বিশেষ ডায়েটই এবার সামাল দেবে সুগার