ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: এবার বীরভূম লোকসভা কেন্দ্রেও (Loksabha Election 2024) বিজেপির প্রার্থী-ক্ষোভ। প্রাক্তন IPS দেবাশিস ধরকে প্রার্থী করা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল।
প্রার্থী নিয়ে অসন্তোষ প্রাক্তন জেলা সভাপতির: বীরভূমের মতো হেভিওয়েট কেন্দ্র থেকে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে প্রার্থী করেছে বিজেপি। বিধানসভা ভোটে শীতলকুচিতে গুলি চালানোর ঘটনার সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন তিনি। ইস্তফা দেওয়ার ৯ দিনের মাথায় IPS থেকে সরাসরি ভোটযুদ্ধে নেমেছেন দেবাশিস ধর। আর তাঁকে নিয়েই এবার ক্ষোভের সুর প্রাক্তন জেলা সভাপতির গলায়। ২০১৯-র লোকসভা ভোটে বীরভূম কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ে হেরে যান দুধকুমার। তাঁর দাবি, এবার স্থানীয় কাউকে প্রার্থী করলে অ্যাডভান্টেজ পেত বিজেপি। সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীদের কথা না শোনার খেসারত দিতে হবে দলকে। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "দুধকুমার প্রার্থী হতে চেয়েছিলেন। তিনি প্রার্থী হলে যেভাবে ঝাঁপাতেন, আশা করব সেভাবেই দেবাশিস ধরের সমর্থনে প্রচার করবেন।''
IPS অফিসার দেবাশিস ধরকে ঘিরে জল্পনা চলছিলই। গত ২১ মার্চ তাঁর আচমকা পদত্যাগে জেরে তাঁর ভোটে নামার গুঞ্জন আরও জোরালো হয়। ইস্তফাপত্রে দেবাশিস ধর, জানিয়েছিলেন, তিনি সামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে চান তিনি। অবশেষে ইস্তফা মঞ্জুর হতেই, বীরভূমে ৩ বারের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে দেবাশিস ধরকেই প্রার্থী করেছে বিজেপি। কোন্দল-অস্বস্তি ঢাকতে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের দাবি, তিনি বহিরাগত নন, পুলিশে থাকাকালীন দীর্ঘদিন কাজ করেছেন বীরভূম জেলায়।
২০২১-এর বিধানসভা ভোটের মুখে, IPS অফিসার দেবাশিস ধরকে কোচবিহারের পুলিশ সুপার করে নির্বাচন কমিশন।বিধানসভা ভোটের দিন, কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়। ভোট মিটে যাওয়ার পর, কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার, দেবাশিস ধরকে সাসপেন্ড করে রাজ্য় সরকার। তাঁকে জিজ্ঞাসাবাদও করে CID। শীতলকুচিকাণ্ডের পর থেকে কম্পালসরি ওয়েটিংয়ে রাখা হয়েছিল। তার মধ্যেই ২০২২ সালে সেপ্টেম্বরে, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায়, IPS দেবাশিস ধরের বাড়ি-সহ একাধিক ঠিকানায় হানা দেয় CID। মাস খানেক আগে, দেবাশিস ধরের সাসপেনশন তুলে নেওয়া হলেও, তাঁকে কম্পালসরি ওয়েটিংয়েই রাখা হয়েছিল। লোকসভা ভোটের মুখে পদত্যাগ করেন তিনি। এরপর বিজেপি প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নেমেছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: North Bengal Storm Update: পৌঁছয়নি পানীয় জল, খাবার! বঞ্চনার অভিযোগে সরব ঝড়ে ক্ষতিগ্রস্তদের একাংশ