শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কর্মী সঙ্কটের জেরে রাস্তায় নামানো যাচ্ছে না বাস। এর ফলে ক্ষতির মুখে পড়ছে সংস্থা। সমস্যা সমাধানে মন্ত্রীর দ্বারস্থ হতে চাইছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান (NBSTC)। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)।


বাস আছে, কিন্তু কর্মী নেই। রাস্তায় বাস নামানো না যাওয়ায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে সংস্থা। এই অবস্থায় দফতরের মন্ত্রীর দ্বারস্থ হতে চাইছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান। সংস্থা সূত্রে খবর, বর্তমানে NBSTC-র মোট ৯৭৫টি বাস রয়েছে। কিন্তু কর্মীর অভাবে প্রতিদিন রাস্তায় নামছে ৭০০টি বাস। বর্তমানে চালক, কন্ডাক্টর-সহ সংস্থার ৪০ শতাংশ পদ শূন্য। সংস্থা চালাতে প্রতি মাসে প্রায় ২০ কোটি টাকা খরচ হয়।                                


কিন্তু সব বাস রাস্তায় না নামায় মাসে ১২-১৩ কোটি টাকার বেশি আয় হচ্ছে না। এই অবস্থায় আগামী মাসে কলকাতায় বৈঠকে বসছে NBSTC-র বোর্ড সদস্যরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "আয় ও ব্যয়ের মধ্যে ফারাক বাড়ছে। তাই আগামী মাসে বোর্ড মিটিংয়ের আগে বা পরে পরিবহণমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। কর্মী সংকট ও নতুন বাস দেওয়ার জন্য মন্ত্রীকে বলব।" 


আরও পড়ুন, কোভিড টিকার বদলে রোগীকে স্যালাইন ইঞ্জেকশন, হাতেনাতে গ্রেফতার চিকিৎসক


ক্ষতির মুখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। রাজ্যের শাসক দলকে নিশানা বিজেপির। কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, "রাজ্য সরকার উত্তরবঙ্গকে বঞ্চিত করে রেখেছে। উত্তরবঙ্গ চিরকাল অবহেলিত। উত্তরবঙ্গে কোনও কর্মসংস্থান তৈরি হয়নি। মন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্যার সমাধান হবে এটা ভুল ধারনা। রাজ্যই তো বিমাতৃসুলভ আচরণ করে।" 


কবে পূরণ হবে NBSTC-র শূন্যপদ? আরও নতুন আধুনিক বাস পাবে সংস্থা? উত্তর মিলবে আগামী মাসেই।