বাচ্চু দাস, উত্তরবঙ্গ: শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত বালিকার মৃত্যু। কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল ৯ বছরের বালিকা। অবস্থার অবনতি হওয়ায় শনিবার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ । পুরসভার ভূমিকায় ক্ষোভ মৃতের পরিবারের।
'আমার মেয়ের সঙ্গে যেমন হল যেন আর কারও সঙ্গে না হয়'
বর্ষা শুরু হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক জেলায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। দক্ষিণবঙ্গের পাশপাশি ডেঙ্গি ছড়াচ্ছে উত্তরবঙ্গেও। এবার সামনে এল মৃত্যুর খবর। ডেঙ্গিতে আক্রান্ত এক বালিকার মৃত্যু হল শিলিগুড়িতে। রবিবার হিলকার্ট রোডের একটি নার্সিংহোমে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শিলিগুড়ির সাত নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোডের বাসিন্দা ন’বছরের জায়না খানমের।জায়না খানমের মা জারা খানম বলেন,পুরসভাকে বলুন এলাকায় সাফ করতে আমার মেয়ের সঙ্গে যেমন হল যেন আর কারও সঙ্গে না হয়।
'তিন-চার দিন ধরে জ্বরে ভুগছিল বালিকা'
পরিবারের দাবি,তিন-চার দিন ধরে জ্বরে ভুগছিল বালিকা। শনিবার রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। প্লেটলেট ১০ হাজারের নীচে নেমে গিয়েছিল। হাসপাতালে ভর্তি করে প্লেটলেট দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। রবিবার মৃত্যু হয় বালিকার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দার্জিলিং জেলায় শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বাধিক। মাটিগাড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৩। শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
'কর্পোরেশনের কাছে দাবি জানাব এলাকা সঠিকভাবে সাফ করার'
সিপিএম রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'কর্পোরেশনের কাছে দাবি জানাব এলাকা সঠিকভাবে সাফ করার। মশা বাহিত রোগ যেন না হয়। রেল ভলান্টিয়াররা সচেতনতা বৃদ্ধির জন্য রাস্তায় নামবে।' শিলিগুড়ি মেয়র গৌতম দেব বলেন, আমি খবর নিয়েছি, বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিল, এটা ডেঙ্গি নয় সেটেই বলেছে, এক্সপার্ট কমিটি তৈরি হয়েছে। পুরসভায় একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে। ডেঙ্গির প্রকোপ বাড়তেই আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যবাসীর মনে।
আরও পড়ুন, মঙ্গলে ভারী বৃষ্টির আশঙ্কা, সতর্কবার্তার আওতায় আপনার জেলা ? আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।