কলকাতা: জলপাইগুড়িতে (Jalpaiguri) ঝড়ের তাণ্ডবে মৃত্যু হয়েছে ৪ জনের। রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বিশেষ বিমানে উত্তরবঙ্গে রওনা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল জলপাইগুড়ি যাচ্ছেন অভিষেকও (Abhishek Banerjee)। আহতদের দেখতে বিকেলে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল দুর্গত এলাকা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল ( C V Anand Bose)। রাজভবনে প্রস্তুত রাখা হয়েছে পিস রুম, খোলা হয়েছে জরুরি সেল। 


রাতেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী: মাত্র কয়েক মিনিটের ঝড়। আর সেই ঝড়ই কেড়ে নিল ৪ জনের প্রাণ। ভেঙে পড়ল গাছ। উড়ে গেল মাথার ছাদ।রবিবার পশ্চিমি ঝঞ্জার প্রভাবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হল ব্য়পক ক্ষয়ক্ষতি। আর এই ঘটনার খবর পেয়েই রবিবার রাতে বিশেষ বিমানে উত্তরবঙ্গে রওনা দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই ঘটনার খবর পেয়েই সোশাল মিডিয়ায় পোস্ট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। পাশাপাশি কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


রাজভবনে প্রস্তুত পিস রুম: পাশাপাশি, রাজভবন সূত্রে খবর, সোমবার জলপাইগুড়ি যাচ্ছেন রাজ্য়পাল সিভি আনন্দ বোসও। আহত এবং মৃতদের পরিবারের সঙ্গেও দেখা করবেন তিনি। রাজভবনে প্রস্তুত রাখা হয়েছে পিস রিম, খোলা হয়েছে জরুরি সেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে যোগাযোগ রাখছে রাজভবন। সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সাহায্য পাঠাতে বলেছে রাজভবন।


ঠিক কী ঘটেছিল রবিবার?


রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ জলপাইগুড়ি সহ আরও দুই জেলায় ঝড়ের তাণ্ডব শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই বদলে যায় পরিস্থিতি। জলপাইগুড়ি সদর ব্লকের সেন পাড়া এলাকার দুই বাসিন্দার মৃত্য়ু হয়েছে এই ঘটনায়। তার মধ্য়ে একজনের ম়ৃত্য়ু হয়েছে গাছে চাপা পড়ে। এছাড়াও ময়নাগুড়ির বার্নিশে দুজনের মৃত্যু হয়েছে। সেখানে যান শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। ময়নাগুড়ির ব্লকের বার্নিশ এলাকায় প্রচুর বাড়ির পাশাপাশি গাছও ভেঙে পড়ে। গাছ পড়ে ক্ষতি হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহনের। ঝড়বৃষ্টি হয় আলিপুরদুয়ারের জটেশ্বরেও। ঝড়ের দাপট কমতেই শুরু করা হয় উদ্ধারকার্য।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Loksabha Election 2024: শীতলকুচি নয়, সাসপেন্ড করা হয়েছিল ভোট-পরবর্তী হিংসার জন্য: দেবাশিস ধর