কলকাতা: তিনি কলকাতায় এসেছেন এই খবর সবারই জানা ইতিমধ্যেই। কলকাতায় নতুন ছবির শ্যুটিং করতে এসেছেন বলিউড অভিনেতা রণিত রায় (Ronit Roy)। সঙ্গে রয়েছেন প্রথম সারির অভিনেত্রী, কাজল। দিনদুয়েক আগেই কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি বোলপুরে পাড়ি দিয়েছিলেন রণিত। গাড়িতে যেতে যেতে পথে খাবারও খেয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।
তবে আজ, বীরভূমের বিখ্যাত সতীপীঠ কঙ্গালীতলায় পুজো দিলেন রণিত রায়। সেখানে গিয়ে এক অদ্ভূত অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই বিবরণ দিয়েছেন গোটা বিষয়টার। সঙ্গে কঙ্গালীতলায় পুজো দেওয়ার ছবি। ঠিক কী অভিজ্ঞতা হয়েছিল রণিত রায়ের? সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত সেই কথা লিখে জানিয়েছেন রণিত।
বলিউড অভিনেতার কথায়, তিনি আজ সকালে, শ্যুটিং শুরুর আগে কঙ্গালীতলায় যান। সেখানে গিয়ে তিনি সাধারণের সঙ্গে মিশেই পুজো দিতে চেয়েছিলেন। দাঁড়িয়েছিলেন পুজোর লাইনেই। হঠাৎ তাঁকে এসে একজন ডেকে নিয়ে যান সোজা মন্দিরে। অভিনেতা মনে করছেন, তাঁকে মা দুর্গা আর ভোলে বাবা তাঁকে স্বয়ং ডেকেছেন, তাই এই ব্যবস্থা। বাকি সমস্ত ভক্তরা মন্দিরের বাইরে অপেক্ষা করছিলেন অথচ তাঁর জন্য বিশেষ ব্যবস্থা হয়ে গেল? সোশ্যাল মিডিয়ায় পুজো দেওয়ার ছবিও শেয়ার করে নিয়েছেন রণিত।
এর আগে, সোশ্যাল মিডিয়ায় শক্তিগড় থেকে ছবি শেয়ার করে নিয়েছিলেন রণিত। শক্তিগড়েল ল্যাংচা বিখ্যাত। সেই ল্যাংচাই চেখে দেখেছিলেন রণিত। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করে নিয়েছেন তিনি। পোস্টারে একটি নরম পানীয় বিজ্ঞাপনীতে ছিল রণবীর কপূর (Ranbir Kapoor)-এর ছবি। সেটার ছবি পোস্ট করে রণিত লিখেছেন, রণবীর আমায় নরম পানীয় খাওয়াতে চাইছিল। আমরা খেলাম ঝালমুড়ি আর ভাঁড়ের চা।
জন্মসূত্রে বাঙালি রণিত। যদিও বাংলায় খুব কম সময়ই থেকেছেন তিনি। তবে বাংলার সঙ্গে আত্মীক যোগ রয়ে গিয়েছে অভিনেতার।
আরও পড়ুন: Parambrata-Piya: গিটারে পরমব্রত, পিয়ার গলায় 'আমি কান পেতে রই'.. গানে গানে জুটির প্রথম ভিডিও
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।