কলকাতা : দক্ষিণবঙ্গের থেকে মোটামুটি সারাবছরই উত্তরবঙ্গের তাপমাত্রা একটু কম থাকে। গ্রীষ্মে তো বটেই, শীতেও তাপমাত্রা বেশি নামে উত্তরবঙ্গেই। পশ্চিমবঙ্গকে যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে  রাজ্যের উত্তরাংশের সাতটি জেলা পড়ে উত্তরবঙ্গের আওতায়। উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ও মালদহ।



আপাতত পরিষ্কার আকাশই থাকবে উত্তরবঙ্গে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে।  শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। 

মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে বাকি ৫ টি জেলায়। 

জেলা আজকের আবহাওয়া  আবহাওয়ার
হাইলাইট
দার্জিলিং  হালকা বৃষ্টি, সঙ্গে বজ্রপাত বৃষ্টিপাত: 12%
আর্দ্রতা: 70%
বাতাস: 6 কিমি/ঘন্টা
জলপাইগুড়ি  মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 48%
বাতাস: 2 কিমি/ঘন্টা
কালিম্পং হালকা বৃষ্টি, সঙ্গে বজ্রপাত বৃষ্টিপাত: 6%
আর্দ্রতা: 58%
বাতাস: 8 কিমি/ঘন্টা
আলিপুরদুয়ার মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 48%
বাতাস: 0 কিমি/ঘন্টা
কোচবিহার মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 48%
বাতাস: 0 কিমি/ঘন্টা
উত্তর দিনাজপুর মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 45%
বাতাস: 3 কিমি/ঘন্টা
দক্ষিণ দিনাজপুর মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 39%
বাতাস: 3 কিমি/ঘন্টা
মালদা মূলত শুষ্ক আবহাওয়া  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 49%
বাতাস: 2 কিমি/ঘন্টা

 

উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল।  দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক  এবং  কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।   

এক নজরে দক্ষিণের তাপমাত্রা 

দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশই থাকবে। মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় কিছুটা উষ্ণতা বাড়বে। সকাল সন্ধে শীতের আমেজ বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি থাকবে। পশ্চিমের জেলায় ১৫ ডিগ্রিতে পৌঁছবে পারদ। ইতিমধ্যেই পুরুলিয়ার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। বাঁকুড়াতেও ১৬ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে নেমেছে পারদ। আগামী চার দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y