কলকাতা: মেঘ সরে গিয়ে রোদ উঠতেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে উত্তরে। শনিবার থেকেই বদলে গিয়েছে উত্তরের আবহাওয়া। ভোর থেকেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। ইতিমধ্যে সান্দাকফু ও দার্জিলিংয়ের কয়েকটি এলাকায় বছরের প্রথম তুষারপাত হয়েছে। এরপর থেকেই ক্রমশ ভিড় বাড়ছে পর্যটকদের।
এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের থেকে মোটামুটি সারাবছরই উত্তরবঙ্গের তাপমাত্রা একটু কম থাকে। গ্রীষ্মে তো বটেই, শীতেও তাপমাত্রা বেশি নামে উত্তরবঙ্গেই। পশ্চিমবঙ্গকে যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের উত্তরাংশের ৮ টি জেলা পড়ে উত্তরবঙ্গের আওতায়। উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদহ
- আরও পড়ুন : সাধারণের মাথায় হাত ! এক লাফে বেড়ে গেল ডিমের দাম
জেলা | আবহাওয়ার হাইলাইট |
দার্জিলিং | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 63% বাতাস: 5 কিমি/ঘন্টা |
জলপাইগুড়ি | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 51% বাতাস: 10 কিমি/ঘন্টা |
কালিম্পং | বৃষ্টিপাত: 5% আর্দ্রতা: 58% বাতাস: 6 কিমি/ঘন্টা |
আলিপুরদুয়ার | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 55% বাতাস: 10 কিমি/ঘন্টা |
কোচবিহার | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 55% বাতাস: 10 কিমি/ঘন্টা |
উত্তর দিনাজপুর | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 45% বাতাস: 16 কিমি/ঘন্টা |
দক্ষিণ দিনাজপুর | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 55% বাতাস: 13 কিমি/ঘন্টা |
মালদা | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 50% বাতাস: 14 কিমি/ঘন্টা |
আজ থেকে দ্রুত নামবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রার পারদ। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের মধ্যে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি নামতে পারে। তবে বাড়তে পারে দিনের তাপমাত্রা। বিহার-ঝাড়খণ্ড-ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে