জাঁকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গে। আগেই উত্তরবঙ্গে কনকনে আবহাওয়া। এরই মধ্যে সান্দাকফুতে একপ্রস্থ তুষারপাত হয়ে গিয়েছে। সিকিমে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। এর জেরে দার্জিলিংয়েও জমিয়া ঠান্ডা পড়ার সম্ভাবনা। রাতের দিকের তাপমাত্রা নামছে দ্রুত। দার্জিলিঙে পারদ নেমেছে ৫ ডিগ্রিতে। আগামী কয়েকদিন বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্যেই শীতের শিরশিরানি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কালিম্পংয়ে তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি। এক নজরে দেখে নেওয়া যাক আজ কেমন রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া ।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদহ
আরও পড়ুন :
সিকিমে হাড়কাঁপানো ঠান্ডা, শীতের কামড় দার্জিলিংয়েও ! ঝট করে নামল তাপমাত্রা
জেলা | আবহাওয়ার হাইলাইট |
দার্জিলিং | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 63% বাতাস: 5 কিমি/ঘন্টা |
জলপাইগুড়ি | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 51% বাতাস: 10 কিমি/ঘন্টা |
কালিম্পং | বৃষ্টিপাত: 5% আর্দ্রতা: 58% বাতাস: 6 কিমি/ঘন্টা |
আলিপুরদুয়ার | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 55% বাতাস: 10 কিমি/ঘন্টা |
কোচবিহার | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 55% বাতাস: 10 কিমি/ঘন্টা |
উত্তর দিনাজপুর | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 50% বাতাস: 5 কিমি/ঘন্টা |
দক্ষিণ দিনাজপুর | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 51% বাতাস: 6 কিমি/ঘন্টা |
মালদা | বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 50% বাতাস: 10 কিমি/ঘন্টা |
দক্ষিণের আবহাওয়া
কলকাতায় এক ধাক্কায় পারদ নামল ১৫ ডিগ্রিতে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাব কাটিয়ে রাজ্যজুড়ে শীতের আগমনী। পারদ-পতনে উত্তরকে ছাপিয়ে গিয়েছে দক্ষিণ। কালিম্পং যেখানে ১১ দশমিক ৫ ডিগ্রি, সেখানে বর্ধমানের তাপমাত্রা ১০ দশমিক ৮। শ্রীনিকেতন ১১ দশমিক ৪, মেদিনীপুর ১৩ দশমিক ১, দিঘা ১৩ দশমিক ৬।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।