কলকাতা : সামান্য বাড়ল তাপমাত্রা (Temperature)। যদিও জেলায় জেলায় জাঁকিয়ে শীত (Winter)। অবাধ উত্তুরে হাওয়ায় সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে (South Bengal) শীতের আমেজ বজায় থাকবে। তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা নেমেছে। শনিবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে রবি-মঙ্গলবারের মধ্যে ফের উত্তরবঙ্গে আবহাওয়া বদলাতে পারে।                                           

উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -              

  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • কোচবিহার
  • জলপাইগুড়ি
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • মালদহ

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল।  দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক  এবং  কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।                                                                                            

আরও পড়ুন : শনি-গণেশ সিদ্ধিযোগ, শনিবারেই শুভ সময়ে পুজো করলে

 
জেলা আবহাওয়ার
হাইলাইট
দার্জিলিং  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 53%
বাতাস: 5 কিমি/ঘন্টা
জলপাইগুড়ি  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 60%
বাতাস: 3 কিমি/ঘন্টা
কালিম্পং বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 48%
বাতাস: 5 কিমি/ঘন্টা
আলিপুরদুয়ার বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 65%
বাতাস: 5 কিমি/ঘন্টা
কোচবিহার বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 65%
বাতাস: 5 কিমি/ঘন্টা
উত্তর দিনাজপুর বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 59%
বাতাস: 6 কিমি/ঘন্টা
দক্ষিণ দিনাজপুর বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 67%
বাতাস: 6 কিমি/ঘন্টা
মালদা বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 60%
বাতাস: 8 কিমি/ঘন্টা

 

আবহাওয়া দফতর জানিয়েছে, বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে শনিবার পর্যন্ত শীতের আমেজ জমিয়ে উপভোগ করতেন পারবেন বঙ্গবাসী। চলতি সপ্তাহে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম এবং দার্জিলিঙের উঁচু এলাকায় তুষারপাতও হতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।