কলকাতা: বিনায়ক চতুর্থীর (Vinayak Chaturthi) বিশেষ মহিমা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই উপবাস সাধককে প্রতিটি সংকট ও দুর্যোগ থেকে রক্ষা করে। যারা বিনায়ক চতুর্থীর উপবাস করেন তাদের ঘরে সুখ-সমৃদ্ধির অভাব হয় না। এবারে মার্গশীর্ষ বিনায়ক চতুর্থী পড়ছে ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার।             


শনিবার শনি দেবের দিন। বিশেষজ্ঞদের মতে, এই দিনটিকে খুবই বিশেষ মনে করা হয়। সমস্ত পাপ এবং কষ্ট এড়াতে, মার্গশীর্ষ বিনায়ক চতুর্থীতে এই ব্যবস্থাগুলি করতে ভুলবেন না।                                  


শনিবার এবং বিনায়ক চতুর্থীর কাকতালীয় ঘটনা


শনিদেব জনতার কারক। ভগবান গণেশ বাধা নাশকারী। পুরাণে বলা হয়েছে যে ভয়ঙ্কর কলিযুগে, ভগবান গণেশ ধূম্রকেতু পাপীদের বধ করতে এবং তাঁর ভক্তদের কষ্টকে পরাজিত করতে আসবেন। গণেশের আরেক নাম ধূম্রকেতু। ভগবান ধূম্রকেতুর শরীর থেকেশিখা উঠবে এবং অধর্মের বিনাশ হবে, এমনটাই বিশ্বাস। অন্যদিকে, শনিদেবেরও রং নীল। যারা পাপ করে তাদের শাস্তি দেয়। এমতাবস্থায়, মার্গশীর্ষ বিনায়ক চতুর্থীর শনিবারের এই কাকতালীয় ঘটনাটিও সমস্ত পাপ, দুঃখ, দুঃখ দূর করে দিতে চলেছে।           


আরও পড়ুন, টাকা সংক্রান্ত এই ভুল করবেন না, অপমানিত হবেন মা লক্ষ্মী


 মার্গশীর্ষ বিনায়ক চতুর্থীতে এই কাজটি করুন


ভগবান গণেশের ধূম্রকেতু রূপের পূজা - মার্গশীর্ষ বিনায়ক চতুর্থীতে, ভগবান গণেশকে সিঁদুর, চন্দন, যজ্ঞোপবীত, দূর্বা, লাড্ডু বা গুড় দিয়ে তৈরি মিষ্টি নিবেদন করুন। ভগবান ধূম্রকেতুর ধ্যান করুন এবং তারপর আরতি করুন। এটি নয়টি গ্রহকে শান্ত করার সর্বোত্তম সমাধান।                        


বলা হয়, এমনকি সবচেয়ে বড় সংকটও এড়ানো যায় মার্গশীর্ষ বিনায়ক চতুর্থীতে গণেশ দ্বাদশ স্তোত্র পাঠ করে। এছাড়াও এই দিনে শনি স্তোত্র পাঠ করুন। এতে সকল বাধা দূর হবে বলে বিশ্বাস করা হয়। প্রতিপক্ষ কখনই কাজের পথে আসবে না।


ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে