উত্তরবঙ্গে শীতের আগমন ঘটেছে দক্ষিণের আগেই। জাঁকিয়ে ঠান্ডা হলে কী হবে, এই সময়টাতেই উত্তরবঙ্গে পার্বত্য এলাকা সব থেকে ঝকঝকে। আকাশ থাকে স্ফটিক-স্বচ্ছ। পর্যটনের সেরা সময় তো এটাই। এই সপ্তাহে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা নামবে আরও । আবহাওয়া দফতরের পূর্বাভাস, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা কুয়াশা থাকবে। শীতের এই স্পেল শুক্রবার পর্যন্ত চলবে।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদহ দেখে নেওয়া যাক আজ কোন জোলার কেমন আবহাওয়া আজ
-
জেলা আবহাওয়ারহাইলাইট দার্জিলিং বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 48%বাতাস: 6 কিমি/ঘন্টা
জলপাইগুড়ি বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 40%বাতাস: 3 কিমি/ঘন্টা
কালিম্পং বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 43%বাতাস: 8 কিমি/ঘন্টা
আলিপুরদুয়ার বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 47% বাতাস: 3 কিমি/ঘন্টা
কোচবিহার
বৃষ্টিপাত: 0%আর্দ্রতা: 47% বাতাস: 3 কিমি/ঘন্টা
উত্তর দিনাজপুর বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 40% বাতাস: 11 কিমি/ঘন্টা
দক্ষিণ দিনাজপুর বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 46% বাতাস: 8 কিমি/ঘন্টা
মালদা বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 45% বাতাস: 10 কিমি/ঘন্টা