শীতের শুরু হল বাংলায়। আজ থেকে দ্রুত নামবে দক্ষিণবঙ্গের পারদ। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে হালকা শিলাবৃষ্টি ও তুষারপাত হতে পারে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতরের।        

এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া 

দক্ষিণবঙ্গের থেকে মোটামুটি সারাবছরই উত্তরবঙ্গের তাপমাত্রা একটু কম থাকে। গ্রীষ্মে তো বটেই, শীতেও তাপমাত্রা বেশি নামে উত্তরবঙ্গেই। পশ্চিমবঙ্গকে যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে  রাজ্যের উত্তরাংশের  ৮ টি জেলা পড়ে উত্তরবঙ্গের আওতায়। উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -              

  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • কোচবিহার
  • জলপাইগুড়ি
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • মালদহ

উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল।  দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক  এবং  কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।      
 
জেলা আবহাওয়ার
হাইলাইট
দার্জিলিং  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 63%
বাতাস: 5 কিমি/ঘন্টা
জলপাইগুড়ি  বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 51%
বাতাস: 10 কিমি/ঘন্টা
কালিম্পং বৃষ্টিপাত: 5%
আর্দ্রতা: 58%
বাতাস: 6 কিমি/ঘন্টা
আলিপুরদুয়ার বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 55%
বাতাস: 10 কিমি/ঘন্টা
কোচবিহার বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 55%
বাতাস: 10 কিমি/ঘন্টা
উত্তর দিনাজপুর বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 45%
বাতাস: 16 কিমি/ঘন্টা
দক্ষিণ দিনাজপুর বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 55%
বাতাস: 13 কিমি/ঘন্টা
মালদা বৃষ্টিপাত: 0%
আর্দ্রতা: 50%
বাতাস: 14 কিমি/ঘন্টা

আজ থেকে দ্রুত নামবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রার পারদ। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি নামতে পারে। তবে বাড়তে পারে দিনের তাপমাত্রা। বিহার-ঝাড়খণ্ড-ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে।  

এক নজরে দার্জিলিংয়ের তাপমাত্রা 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে