North Bengal Weather Update: ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে। লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরের একাধিক জেলা। আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই বৃষ্টি থামার কোনও সম্ভাবনাই নেই। এমনকি আগামীকালও আবহাওয়ার উন্নতির ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস। বরং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের জেলাগুলিতে। আজ রাতেই বৃষ্টির দাপট এবং পরিমাণ বাড়তে পারে বলে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আরও যদি বৃষ্টি বাড়ে, তাহলে উত্তরবঙ্গের জেলাগুলিতে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে চলেছে তা আন্দাজ করাই যায়। ইতিমধ্যেই ভারী বৃষ্টি এবং ধসে পরিস্থিতি যথেষ্টই সঙ্কটজনক। বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। 

Continues below advertisement

আবহবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, পূর্বাভাস ছিল ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতাও ছিল। এই পূর্বাভাস একেবারেই মিলে গিয়েছে। আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। কিছু জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামীকালও পরিস্থিতি একই থাকতে চলেছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের এই দুই জেলার বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বল্প সময়ের মধ্যে অতিরিক্ত বৃষ্টি হলে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে, তা কয়েকদিন আগেই দেখেছে শহর কলকাতা। উত্তরবঙ্গেও ভয়ঙ্কর বিপর্যয়ের আশঙ্কায় আতঙ্কিত বাসিন্দারা। 

রবিবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যে বৃষ্টির পরিমাণ এবং দাপট বাড়বে সেই সতর্কতা আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং - সব জেলাতেই লাগাতার বর্ষণ এবং ধসের জেরে বিধ্বস্ত অবস্থা। শুরু হয়েছে উদ্ধারকাজ। এনডিআরএফ- এর সঙ্গে উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনীও। জোরকদমে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। তিনজন শিশুর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। 

Continues below advertisement

আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যাবেন মুখ্য সচিব মনোজ পন্থও। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন। সেখানে তিনি ত্রাণ বিলি করবেন বলে খবর। ইতিমধ্যেই আটকে পড়া অনেক মানুষকেই উদ্ধার করা হয়েছে। তাঁদের খাবারের এবং থাকার জায়গার বন্দোবস্তও করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গের মন্ত্রী গৌতম দেব।