কলকাতা: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal Weather)। ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। প্লাবিত হয়ে পড়েছে বেশ কিছু গ্রাম। আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বিপর্যস্ত উত্তরের জনজীবন: এখনই দুর্যোগ কোনও সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। আজ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টি বাড়লে দৃশ্যমানতা কমতে পারে। বিপর্যস্ত হতে পারে টেলি কমিউনিকেশন। বৃৃষ্টি বাড়লে পার্বত্য এলাকায় ধসের পরিমাণও বাড়তে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় থেকে সমতলের জনজীবন। ধসের জন্য কার্শিয়ংয়ের পাগলাঝোরাতে বন্ধ জাতীয় সড়ক। টানা বৃষ্টি ও ধসের জেরে ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি থেকে সিকিম ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ ধসের জেরে বন্ধ রাখা হয়ছে। পাশাপাশি ভুটান পাহাড়ের বৃষ্টির ফলে ভয়ঙ্কর আকার ধারন করেছে নদী। আলিপুরদুয়ারের শিশামারা নদীতে জলস্তর বাড়ার ফলে দুই জায়গায় মোট ৪০০ মিটার বাঁধভেঙে গেছে। প্লাবিত জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন শালকুমার ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। জলদাপাড়া জাতীয় উদ্যানেও জল ঢুকছে। শুরু হয়েছে নদী ভাঙন। ভাঙন বাড়লে শালকুমার ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ও পূর্ব কাঠালবাড়ির প্রায় ৫০ হাজার মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার প্লাবিত এলাকা পরিদর্শনে যান অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও ও সেচ দফতরের আধিকারিকরা। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতে তিস্তা নদীতে ভাঙন বাড়ছে। ইতিমধ্যেই বেশ কয়েক বিঘে চাষের জমি জলের তলায়। প্লাবিত একাধিক ঘরবাড়ি। মঙ্গলবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WB Assembly By Election 2024: রাতের অন্ধকারে লাঠিসোটা নিয়ে চড়াও, উপনির্বাচনেও অব্যাহত অশান্তি