কলকাতা : গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case)হাজিরা দিলেও ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) মামলায় মঙ্গলবার CBI’এর কাছে ফের হাজিরা এড়ান অনুব্রত মণ্ডল। এই নিয়ে এই মামলায় ৩ বার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাজিরা এড়ালেন তিনি। মঙ্গলবার অনুব্রত মণ্ডলের আইনজীবী CGO কমপ্লেক্সে এসে চিঠি দিয়ে দাবি করেন,অনুব্রত মণ্ডলের শরীর খারাপ। চিকিৎসকরা তাঁকে ১৫ দিন বিশ্রামে থাকতে বলেছেন।
বিশ্রামে থাকার জন্য তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না। তাই তিনি আসতে পারছেন না। চিঠির সঙ্গে SSKM হাসপাতালের চিকিৎসকদের পরামর্শের কপিও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আরও পড়ুন :
নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতেই না ! সিবিআইকে আর কী জানালেন পার্থ ?
এই নিয়ে বিরোধীদের তরফে আসছে একের পর এক কটাক্ষ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ' চোরদের ভয় লাগছে। তাই বারবার করে চোরেদের আশ্রয় করে দিচ্ছে পিজি হসপিটল। দিদিও তাঁকে ঘাড়ে তুলবেন কি, তুলবেন না, বুঝতে পারছেন না ! দিদি তাঁর আশেপাশের লোকদের জন্য তো ইডির দফতরে অবস্থান করেছিলেন। এই ভদ্রলোকের জন্য অবস্থান করছে না। কোনও মিছিল-মিটিংও নেই। দিদি মোটামুটি কাঁধ থেকে নামিয়ে ফেলেছে। ' কী চিকিৎসা SSKM হাসপাতালে? জানতে চেয়ে RTI করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা.।
সূত্রের খবর, গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতির আয়কর, সম্পত্তি সংক্রান্ত নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়েছিল সিবিআই। সেইসমস্ত নথিই এদিন জমা দেন অনুব্রতর আইনজীবী। সূত্রের খবর, এই সমস্ত নথি খতিয়ে দেখার পর গরু পাচার মামলায় শুক্রবার ফের তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। প্রেক্ষাপটবিধানসভা ভোটের ফল বেরনোর দিন, ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। পরিবারের অভিযোগ, বিজেপি করায় তাঁকে পিটিয়ে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা। ইলামবাজার থানায় ২৪ জনের নামে FIR করেন নিহতের বাবা। সেই মামলায়, অনুব্রত মণ্ডলকে দু’বার তলব করে CBI। তবে, অসুস্থতার কারণ দেখিয়ে, CBI’র কাছে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল।