কলকাতা: টানা বৃষ্টির (Rain Update) জেরে জলমগ্ন জলপাইগুড়ি (Jalpaiguri) শহর। বিপর্যস্ত জনজীবন। একই পরিস্থিতি কোচবিহারেও (Coochbehar)। লাগাতার বৃষ্টিতে কোচবিহারের নদীগুলিতেও জল বাড়ছে। একাধিক নদীতে জারি হলুদ ও লাল সতর্কতা।                                 


বিপর্যস্ত জনজীবন: বঙ্গে জোরদার বর্ষা। দক্ষিণ থেকে উত্তরে চলছে বৃষ্টি। টানা বৃষ্টির ধাক্কায় উত্তরবঙ্গের একাধিক নদীতে বেড়েছে জলস্তর। রাতভর বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, করলা, জলঢাকা। বন্যার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে ১৩২.৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। জলস্তর বেড়েছে কোচবিহারের নদীগুলিতেও। তোর্সা, মানসাই নদীতে হলুদ সতর্কতা ও তিস্তায় জারি হয়েছে লাল সতর্কতা। রাতভর বৃষ্টির জেরে শিলিগুড়ির বিভিন্ন জায়গাও জলমগ্ন। শিলিগুড়ির ফুলেশ্বরী, বাবুপাড়ার রাস্তায় হাঁটুজল। অন্যদিকে ফুলবাড়িরও বেশ কয়েকটি এলাকা জলমগ্ন।         


গত তিন ধরে জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি। একইসঙ্গে ভুটান পাহাড়েও অবিরাম ধারাপাত। তুমুল বৃষ্টিতে ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা, মেটিলি, মাল প্রতিটি ব্লকেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। চারদিক জল থই-থই। প্রতিটি নদীতে কানায় কানায় জল। বানারহাটে নদী তীরবর্তী এলাকায় জল ঢুকতে শুরু করেছে। আজ পর্যন্ত জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।                    


শনিবার থেকে উত্তরে বৃষ্টি কিছুটা কমবে, সেই সঙ্গে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস শনি ও রবিবার। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির গোয়ালিয়ার সাতনা গয়া হয়ে মালদার উপর দিয়ে পূর্ব দিকে গিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। উত্তর-পশ্চিম  বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ১৬ জুলাই রবিবার। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে জেলায় জেলায়। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Wooden Furniture: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন