সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গে ( South Bengal )  বৃষ্টির তোড় কিছুটা কমলেও, উত্তরবঙ্গে ( North Bengal )  দাপট বাড়ছে বৃষ্টির। বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির গোয়ালিয়ার হয়ে বালুরঘাটের উপর দিয়ে পূর্ব দিকে গিয়ে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে উত্তরবঙ্গে আজও প্রবল বৃষ্টির  লাল সতর্কতা। দিনভর  সব জেলাতেই হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।



ভারী থেকে অতি ভারী বৃষ্টি  কোথায় কোথায়

পার্বত্য এলাকা সহ উত্তরবঙ্গের সব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার , জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে । ইতিমধ্যেই প্রবল বর্ষণ ভাসছে জলপাইগুড়ি। দার্জিলিং, কালিম্পং সহ উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। তবে উপরের পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টি চলবে। 

গত দু’দিন ধরে জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি চলছে। একইসঙ্গে ভুটান পাহাড়েও চলছে অবিরাম ধারাপাত। ফুঁসছে তিস্তা, জলঢাকা নদী। তুমুল বৃষ্টিতে ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা, মেটিলি, মাল প্রতিটি ব্লকেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। চারদিক জল থই-থই। তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা ও সংরক্ষিত হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন।

প্রতিটি নদীতে কানায় কানায় জল। বানারহাটে নদী তীরবর্তী এলাকায় জল ঢুকতে শুরু করেছে। আগামীকাল পর্যন্ত জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে। 

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ? 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
13-Jul 28.0 33.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
14-Jul 27.0 33.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
15-Jul 27.0 32.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
16-Jul 27.0 32.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
17-Jul 27.0 32.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
18-Jul 28.0 32.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
19-Jul 28.0 33.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm