সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: দুষ্কৃতী হামলায় মৃত্যু এক মহিলার। ‌ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর (north dinajpur) জেলার ইসলামপুর (islampur) থানার বলঞ্চা এলাকায়। রবিবার রাতে এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রী তাঁদের হোটেল বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই ৩ জন দুষ্কৃতী বাঁশ দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই সেই ব্যবসায়ীর স্ত্রী লুটিয়ে পরেন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হসপিটাল ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য ইসলামপুর মহাকুমা হাসপাতাল থেকে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। ইসলামপুর মহাকুমা হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই মহিলার। পরিবারের সদস্যরা ওই মৃত মহিলাকে ইসলামপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। তবে ঠিক কোন কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে ইসলামপুর জেলার পুলিশ। যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্যের কথায়, পুলিশ প্রশাসনের খামখেয়ালির জন্য এই ঘটনা ঘটছে।


কিছুদিন আগেই, দমদম ক্যান্টনমেন্ট (Dum Dum Cantonment) সংলগ্ন ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro Rail) প্রকল্পে দুষ্কৃতী তাণ্ডব হয়েছিল। ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্য। ভিডিয়োয় দেখা যায়, গতকাল সন্ধেয় বাইক থেকে নেমে এক দুষ্কৃতী হাতে ধারাল অস্ত্র নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ, সশস্ত্র দুষ্কৃতীরা প্রায়ই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের সামগ্রী লুঠ করে, প্রকল্পের কর্মীদের হুমকি দিয়ে চুপ থাকতে বাধ্য করা হয় বলে অভিযোগ। এই মর্মে দমদম থানায় অভিযোগ দায়ের করেছে মেট্রো কর্তৃপক্ষ। ভাইরাল ভিডিয়ো দেখে অভিযুক্ত অরবিন্দ দাসকে আটক করেছে পুলিশ। মেট্রো রেল কর্তৃপক্ষের অভিযোগ, এর আগে নভেম্বর মাসে এই এলাকায় ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের নিরাপত্তারক্ষী ও কর্মীদের বেঁধে রেখে মারধর করে দুষ্কৃতীরা। 


তার কিছুদিন আগেই, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় বাজারে রাতভর দুষ্কৃতী-দৌরাত্ম্য। প্রতিবাদে পথ অবরোধ করেন ব্যবসায়ীরা। গতকাল রাতে ভরতগড় বাজারে তাণ্ডব চালায়  দুষ্কৃতীরা। সকালেও লাঠি রড নিয়ে দুষ্কৃতীরা বাজারে হামলা চালায় বলে অভিযোগ। আহত হন বেশ কিছু ব্যবসায়ী। তারই প্রতিবাদে পথ অবরোধ করেন ব্যবসায়ীরা। পুলিশের আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ ওঠে।