সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: ফের পথ দুর্ঘটনা। এবার ঘটনাস্থল ইসলামপুর। সেখানে সড়ক দুর্ঘটনায় মৃত ২ জন। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাইপাস এলাকায়। মৃত এক ব্যক্তির নাম বাবর আলম। তাঁর বয়স ২৫ বছর। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তির নাম গোকুল নন্দী। তাঁর বয়স ৩৩ বছর। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের দিক থেকে আসা একটি লরি ছোট চাকার গাড়িকে ধাক্কা মারে। এরপরই ছোট গাড়িটি একটি মোটর বাইককে ধাক্কা মারে। এরপরই ছোট চাকার গাড়িকে ধাক্কা মারে। এরপরই ছোটো গাড়িটি গিয়ে একটি মটর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোটো গাড়ির চালক গোকুল নন্দীর। গুরুতর জখম হয়ে ইসলামপুর হাসপাতালে বাবরকে নিয়ে আসলে চিকিৎসকরা তাকেও মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইসলামপুর শহরে। ঘটনার  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।


পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে গতকাল দুপুরে ঘটে মারাত্মক দুর্ঘটনাটি। জিআরপি সূত্রে খবর, খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইনাল বর্ষের ছাত্র অরিত্র সেন চলন্ত হাওড়া-ঘাটশিলা ট্রেন থেকে নামতে গিয়ে খড়গপুর স্টেশনে (Kharagpore Station) দুর্ঘটনার মুখে পড়ে। তাড়াহুড়ো করে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে শরীরের ভারসাম্য রাখতে না পেরে গোড়ালিতে প্রচণ্ড জোর ধাক্কা খান ওই ছাত্র। প্ল্যাটফর্মে পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। দুর্ঘটনাটি নজরে আসতেই দ্রুত সেখানে ছুটে আসে খড়্গপুর স্টেশনে কর্তব্যরত জিআরপি।


বাদ যেতে পারে পা