Zoom: জিমেলের (Gmail) সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে জুম (Zoom)। প্রাথমিক ভাবে ভিডিও কনফারেন্সিং সেটআপ নিয়ে লঞ্চ হয়েছিল জুম অ্যাপ। মূলত করোনাকালে এই অ্যাপের জনপ্রিয়তা বেড়েছিল। শোনা যাচ্ছে, জিমেলের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে জুম কর্তৃপক্ষ। করোনার সময়ে বেশিরভাগ মানুষই নির্ভরশীল হয়ে পড়েছিলেন ওয়ার্ক ফ্রম হোমের অভ্যাসে। সেখানে অফিসের মিটিং বাড়িতে বসে করার জন্য জুম অ্যাপ ছিল অন্যতম ভরসা। শুধু তাই নয়, অনলাইন ক্লাস হোক বা নিছক আড্ডা দেওয়া- ক্রমাগত জুম অ্যাপের জনপ্রিয়তা বাড়ছিল। এবার জিমেলকে টেক্কা দেওয়ার জন্য নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে জুম সংস্থা।


সম্প্রতি শোনা গিয়েছে জুম কর্তৃপক্ষ তাদের mailing client Zmail (zero points for creativity)- কে প্রকাশ্যে আনতে চলেছে। এর পাশাপাশি জুমের রয়েছে একটি ক্যালেন্ডার অ্যাপ, যার নাম Zcal। চলতি বছর নভেম্বর মাসে জুম- এর বার্ষিক কনফারেন্স Zoomtopia অনুষ্ঠিত হতে চলেছে। সম্ভবত সেখানেই জুম কর্তৃপক্ষ তাদের নতুন প্রোডাক্টের ঘোষণা করতে চলেছে। বিশেষজ্ঞদের অনুমান, করোনাকালে যেভাবে জুম অ্যাপ ভার্চুয়াল মিটিংয়ের ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করেছিল, সেভাবেই এই Zmail এবং Zcal- এর ক্ষেত্রেও জনপ্রিয় হবে জুম অ্যাপ।


জিমেলের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে জুম। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ইউজার রয়েছে জিমেলের। বিভিন্ন ধরনের ডিভাইস যেমন অ্যাপেল আইপ্যাড, আইফোন এমনকি ম্যাকবুকেও সাবলীল ভাবে কাজ করে জিমেল। এই অ্যাপ যথেষ্ট ইউজার ফ্রেন্ডলিও। জুম কর্তৃপক্ষের মেল পরিষেবা কতটা ভালভাবে কাজ করবে, ইউজারদের জন্য কতটা উপকারী হবে তা সময়ই বলবে। জিমেলকে পাল্লা দেওয়ার জন্য জুম কর্তৃপক্ষ কবে তাদের ইমেল পরিষেবা লঞ্চ করবে তা এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। এই পদ্ধতি নিয়ে জুম সংস্থা কতদূর কাজ করেছে তাও স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, এবার সম্মুখ সমরে নামতে চলেছে জুম অ্যাপ এবং জিমেল।


অন্যদিকে হোয়াটসঅ্যাপে আবার চালু হতে চলেছে নতুন এডিট অপশন। এই ফিচারের সাহায্যে একবার পাঠিয়ে ফেলা মেসেজ পুনরায় এডিটের অপশন পাবেন ইউজাররা। সম্ভবত এক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। সেই সময়ের মধ্যে মেসেজ এডিটের অপশন পাবেন ইউজাররা। ট্যুইটারেও লঞ্চ হয়েছে এডিট অপশন। এর মাধ্যমে ট্যুইট এডিটের অপশন পাওয়া যাবে। ব্লু টিক অ্যাকাউন্ট হোল্ডাররা প্রথমে এই সুবিধা পাবেন। শোনা গিয়েছে, ট্যুইট করার আধঘণ্টা অর্থাৎ ৩০ মিনিট পর পর্যন্ত ট্যুইট এডিটের সুযোগ পাওয়া যাবে।


আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে নতুন ট্যাব, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে