ইটাহার: উত্তর দিনাজপুরের ইটাহারে বিজেপির যুব মোর্চার জেলা সহ সভাপতি খুনের প্রতিবাদে বনধের ডাক দিয়েছে বিজেপি। আজ জেলায় সকাল ৬টা থেকে ৮ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে। সকালের দিকে রায়গঞ্জে দেখা যায় দোকানপাট বন্ধ। কিছু সরকারি বাস চলছে। বেসরকারি যানবাহনের সংখ্যা খুবই কম। জেলার বিভিন্ন জায়গায় বসানো হয়েছে পুলিশ পিকেট। সকাল থেকে চলছে বৃষ্টি। রাস্তায় বনধ সমর্থক বিজেপি কর্মীদের খুব একটা চোখে পড়েনি।
এদিকে লক্ষ্মীপুজো কাটলেই উপনির্বাচনের প্রচারে নামবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, আগামী ২৩ অক্টোবর গোসাবা ও খড়দায় সভা করবেন অভিষেক। ২৫ অক্টোবর কোচবিহারের দিনহাটায় তাঁর জোড়া কর্মসূচি। ২৬ অক্টোবর সভা নদিয়ার শান্তিপুরে।
চলতি মাসের শেষেই রাজ্যে বিধানসভা উপনির্বাচনের দ্বিতীয় পর্ব। ৩০ অক্টোবর ভোট গ্রহণ। আর তাই লক্ষ্মীপুজো মিটলেই, ৪ কেন্দ্রে উপনির্বাচনের প্রচারে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, ২৩ অক্টোবর জোড়া সভা করবেন অভিষেক। প্রথম সভা দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। দ্বিতীয় সভা হবে উত্তর ২৪ পরগনার খড়দায়। ২৫ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন কোচবিহারের দিনহাটায়। দিনহাটায় কর্মিসভা ও জনসভা করার কথা আছে তাঁর। পরদিন, অর্থাৎ ২৬ অক্টোবর নদিয়ার শান্তিপুরে নির্বাচনী জনসভা করবেন অভিষেক।
এই উপনির্বাচনের সঙ্গে সরকার ভাঙা-গড়ার কোনও সম্পর্ক নেই। কিন্তু, সদ্য ভবানীপুর-সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে বিপুল জয়ের পর, চারটি বিধানসভা কেন্দ্রের এই উপ নির্বাচন, শাসকের কাছে কার্যত প্রেস্টিজ ফাইট ! কারণ, গত বিধানসভা নির্বাচনে এই ৪ কেন্দ্রের মধ্যে কোচবিহারের দিনহাটা ও শান্তিপুরে জিতেছিল বিজেপি। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ও উত্তর ২৪ পরগনার খড়দায় জয়ী হয় তৃণমূল।
এই পরিস্থিতিতে তৃণমূলের লক্ষ্য, নিজেদের দু’টি কেন্দ্র ধরে রেখে, বিজেপির থেকে বাকি দু’টি আসন ছিনিয়ে নেওয়া ! পাল্টা কড়া লড়াই ছুঁড়ে দিতে প্রস্তুত গেরুয়া শিবির। এদিকে উপনির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। প্রশাসন সূত্রের খবর, এখনও অবধি দিনহাটা, খড়দা ও গোসাবায় ৭ কোম্পানি করে ও নদিয়ার শান্তিপুরে ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে।