নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সামান্য কমল দৈনিক মৃত্যু। কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যাও, যা গত সাত মাসে সর্বনিম্ন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৬৪ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫৮। 






দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৪৫৪ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৯৪ হাজার ৩৭৩।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ১১৮।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লক্ষ ৫৮ হাজার ৮০১ জন। একদিনে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪৭০ জন।  দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৮৭ লক্ষ জন। 


এদিকে উৎসব পরবর্তী সময়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯০ জন। এ নিয়ে রাজ্যে সবমিলিয়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৮১,২২০ জন। সোমবার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৪১৬  জন। করোনা আক্রান্ত হয়ে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১২ জন। 


পুজোর আনন্দে ভাটা পড়েছিল করোনা সচেতনতায়। পুজোর দিনগুলিতে কোভিডবিধি উপেক্ষার এই ছবি ধরা পড়েছে কলকাতার রাজপথে। আর এর জেরেই করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন চিকিত্‍সকরা। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ষষ্ঠী থেকে শুরু করে পুজোর কটা দিনে কলকাতায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার ইঙ্গিত মিলেছে। আর পুজোর পরের তিনদিন তো রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। উদ্বেগ বাড়িয়ে শনি থেকে সোম, পরপর তিনদিন কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।


এই প্রেক্ষাপটে কলকাতার করোনা পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায়, তার জন্য আগেভাগেই সতর্ক হল কলকাতা পুরসভা। পুজোর ছুটির পর শহরের পুরস্বাস্থ্য কেন্দ্র বা UPHC গুলিতে চালু হল ভ্যাকসিনেশন। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শেষ হয়ে গেছে।  তবে এখনও ১৫ শতাংশ দ্বিতীয় ডোজ দেওয়া বাকি।  এই পরিস্থিতিতে, পুজোর ভিড়ের জেরে, যাতে কোনওভাবেই করোনা ছড়িয়ে না পড়তে পারে, তার জন্য, সোমবার বিভিন্ন বরোর এক্সিকিউটিভ হেলথ অফিসার, নোডাল অফিসারদের ভার্চুয়াল বৈঠক করেন পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ। বৈঠকে ঠিক হয়, মঙ্গলবার থেকে চিকিত্‍সক, স্বাস্থ্যকর্মী-সহ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের সঙ্গে সম্পর্কযুক্ত সকলের ছুটি বাতিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার এবং বিশেষ বিশেষ দিন ছাড়া কোনও ছুটি নেওয়া যাবে না।