সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: চোপড়ায় ৮টি গ্রাম পঞ্চায়েতের ২১৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। ২১৭টি আসনের মধ্যে মাত্র ২টিতে প্রার্থী দিয়েছিল নির্দল, তাও প্রত্যাহার। ভোটের আগেই চোপড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েতের ২১৭টি আসনে জয় তৃণমূলের। চোপড়ায় পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের মধ্যে একটিতেও প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। চোপড়ায় পঞ্চায়েত সমিতির ২৪টি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস। চোপড়া পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদের ৩টি আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। 


এদিকে, ফের বীরভূম (Birbhum)। ফের ভোটের আগেই জয় তৃণমূলের (TMC)। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগেই বীরভূমে ৫ পঞ্চায়েত সমিতি দখল রাজ্যের শাসক দলের। নানুর, লাভপুর, বোলপুর, ইলামবাজার, সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতি দখল তৃণমূলের। ৫টি পঞ্চায়েত সমিতিতেই বিরোধীরা প্রার্থী দিলেও পরে প্রত্যাহার করে নেন। উল্লেখযোগ্যভাবে, পঞ্চায়ে মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন। আর বিরোধীরা মনোনয়ন (Nomination) বাতিল করে নিতেই নির্বাচনের প্রাক্কালেই নানুর, লাভপুর, বোলপুর, ইলামবাজার, সিউড়ি ২ নম্বর পঞ্চায়েত সমিতি দখলে এল তৃণমূলের। কেন মনোনয়ন জমা দেওয়ার পরও নির্বাচনের আগেই তা প্রত্যাহার, তা নিয়ে অবশ্য বিরোধীদের তরফে কোনও বক্তব্য এখনও সামনে আসেনি।


পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার-পর্ব শুরু হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় বিরোধীদের হুমকি-হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছে বলেই অভিযোগ উঠছে। মনোনয়ন পর্বে সন্ত্রাসের পর তা প্রত্যাহারের সময়ও বাদ যায়নি মারামারি-রক্তারক্তি। মঙ্গলবার মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসেই আক্রান্ত হয়েছে কংগ্রেস। প্রতীক জমা দিতে গিয়ে পুলিশের সামনেই হামলা হয়। পুলিশের সামনেই হামলা হয় বলেই অভিযোগ। যাতে মাথা ফাটল কংগ্রেস কর্মীর। বড়ঞায় আক্রান্ত কংগ্রেস, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। 


এদিকে, সিপিএম প্রার্থীর মনোনয়ন তুলতে তৃণমূলের চাপের পাশাপাশি দোসর কি পুলিশ ? মনোনয়ন প্রত্যাহারে চাপ, রুখে দাঁড়ায় সিপিএম। ঘটনা পশ্চিম মেদিনীপুরের নাড়াজোলে। হুমকি দিয়ে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ, সিপিএম প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে 'সক্রিয় ভূমিকা' পুলিশেরও! বিডিও অফিসের সামনে সিপিএমের প্রতিরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পাশাপাশি ফের মনোনয়ন প্রত্যাহারে সাদা থান-সন্ত্রাস!
জয়নগরের পর এবার কাঁথি, ফের সাদা থান-সন্ত্রাস! কাঁথিতে বিজেপি প্রার্থীর বাড়িতে পাঠানো হল সাদা থান। সাদা থানের সঙ্গে মনোনয়ন প্রত্যাহারের হুমকি দিয়ে চিরকুট!  তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন প্রত্যাহারে অভিযোগ বিজেপির। দলের কোনও যোগ নেই, পাল্টা দাবি তৃণমূলের।


আরও পড়ুন- জেলা প্রতি ১ কোম্পানি ! সেক্ষেত্রে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের দায়িত্বে থাকবে ক'টি বুথ ?