সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ : বছর দুয়েক ধরে বন্ধ ইসলামপুর-কলকাতা বাস রুট। বন্ধ চোপড়া হয়ে শিলিগুড়ি যাওয়ার সরকারি বাসও। ফলে সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুরের বাসিন্দারা। কলকাতা রুটে নতুন বাসের অভাব, অন্যদিকে, শিলিগুড়ি রুটে যাত্রী না হওয়ায় বাস চালানো যাচ্ছে না বলে সাফাই দিয়েছে NBSTC।


চিকিৎসা করাতে অথবা অন্য কোনও প্রয়োজনে প্রায়ই উত্তর দিনাজপুর থেকে কলকাতায় যান বহু মানুষ। যাতায়াতের জন্য তাঁরা ব্যবহার করতেন ইসলামপুর থেকে কলকাতাগামী সরকারি বাস। বর্তমানে এই রুটে বাস পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন তাঁরা। ইসলামপুরের বাসিন্দা রঘুপতি মুখোপাধ্যায় বলেন, সদিচ্ছার অভাব। পরিকল্পনাহীনভাবে ইসলামপুর ডিপো চলছে।


শুভজিৎ সরকার নামে এক নিত্যযাত্রী বলেন, সরকারি বাসে ভাড়াও কম লাগত। এখন ভাড়া বেশি লাগছে। 


কলকাতাগামী সরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুরের ব্যবসায়ীরাও। ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে কলকাতাগামী বাস বন্ধ থাকায় ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে। শুধু কলকাতা নয়, চোপড়া, রায়গঞ্জ থেকেও ইসলামপুর যাতায়াতের সরকারি বাস নেই।


ইসলামপুর থেকে সড়কপথে কলকাতার দূরত্ব ৫১৫ কিলোমিটার। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, প্রায় বছর দুয়েক ধরে ইসলামপুর-কলকাতা রুটে বাস চলাচল বন্ধ। নতুন বাসের অভাবেই পরিষেবা বন্ধ করে দিতে হয়েছে বলে দাবি। মাস দুয়েক আগে বন্ধ হয়ে গিয়েছে ইসলামপুর থেকে চোপড়া হয়ে শিলিগুড়ি পর্যন্ত বাস পরিষেবাও। যাত্রী কম হওয়ায় এক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে দাবি NBSTC-র।


উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ইসলামপুর ডিপোর ইনচার্জ সুদীপ গুপ্ত বলেন, ইসলামপুর-কলকাতা রুটে যে বাসটি চলত তা পুরনো হয়ে গেছে। নতুন বাস পেলে আবার চালু করা হবে। চোপড়া-শিলিগুড়ি বাস যাত্রী না হওয়ায় বন্ধ। 


এই পরিস্থিতিতে উত্তর দিনাজপুরের বাসিন্দারা চান, দ্রুত ইসলামপুর-কলকাতা রুটে বাস চলাচল শুরু হোক। একইসঙ্গে ফের চালু হোক শিলিগুড়ি রুটে বাস পরিষেবা।