উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) কালিয়াগঞ্জে পরিস্থিতি এখনও উত্তপ্ত। নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে (Kaliagung) নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে কালিয়াগঞ্জে। সবমিলিয়ে ৩০ এপ্রিল পর্যন্ত কালিগঞ্জজুড়ে ১৪৪ ধারা জারি, বন্ধ ইন্টারনেট পরিষেবা। 


মৃত মৃত্যুঞ্জয় বর্মন বিজেপির (BJP) পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের ভাইপো, দাবি পদ্ম শিবিরের। বিষ্ণুর বাড়িতে এসে তাঁকে না পেয়ে তাঁর বাবাকে তুলে নিয়ে যায় পুলিশ। বাধা দেওয়ায় 'গুলি', অভিযোগ বিজেপির (BJP)। পুলিশের বিরুদ্ধে ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। এদিকে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে গিয়েছেন কালিয়াগঞ্জের নিহত বিজেপি কর্মীর মা জ্যোৎস্না বর্মন। যদিও পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


আরও পড়ুন- বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু, সালারে খামারে কাজের সময় মৃত ২, আহত আরও ২


এদিকে, কাল ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বন‍্ধের ডাক বিজেপির। কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ। প্রতিবাদে কাল ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বন‍্ধের ডাক বিজেপির।                                                


কালিয়াগঞ্জে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, পুলিশকে নিশানা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ বিরোধী দলনেতার। 'পুলিশ নৃশংস ভাবে রাজবংশী যুবককে খুন করেছে। গতকাল মধ্যরাতে মমতার ট্রিগার হ্যাপি পুলিশ বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যর বাড়িতে হানা দেয়। কিন্তু বিষ্ণু বর্মনকে তাঁরা পায়নি। মৃত্যুঞ্জয় বর্মন নামে ৩৩ বছরের যুবককে নৃশংস ভাবে খুন করে পুলিশ। এটা অত্যাচার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের অন্যতম নিদর্শন। রাজ্য জ্বলছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্রাট নিরোর মতো ভূমিকা পালন করছেন। গতকালই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াগঞ্জের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাঁর নির্দেশ পালন করেছে'। এই নৃশংস হত্যার দায় তাঁকেই নিতে হবে, ট্যুইট শুভেন্দু অধিকারীর। কালিয়াগঞ্জের রাধিকাপুরে যুবক খুনের প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Mazumdar)। পাল্টা মৃত্যু নিয়ে রাজনীতি, অভিযোগ তৃণমূল সাংসদ শান্তনু সেনের (Shantanu Sen)।


আরও পড়ুন- সতর্ক হোন, লিভারের ক্ষতি করতে পারে এই খাবারগুলি !