সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: খোঁজ মিলছে না বাংলাদেশে থাকা দুই দাদার। ওপার বাংলার তপ্ত পরিস্থিতির কারণে বর্তমানে পড়শি দেশে গিয়ে খবর নিতে পারছেন না পরিজনদের। দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে রায়গঞ্জের বাসিন্দার। প্রার্থনা একটাই, দ্রুত ফিরুক শান্তি।
কখনও ভাঙচুর, তো কখনও আগুন, কখনও প্রাণে মারার হুমকি, তো কখনও আবার ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুঙ্কার। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জেলবন্দি হওয়ার ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে, প্রায় প্রতিদিনই এমন সব ছবি সামনে আসছে। আর যা নিয়ে এপার বাংলায় বাড়ছে উদ্বেগ। রায়গঞ্জের বাসিন্দা সঞ্জিত চক্রবর্তী বলেন, "ওখানে আমার দাদা... তাঁর স্ত্রী, তাঁর ছেলেপিলেরা রয়েছে। আদৌ বেঁচে আছে, না পুড়িয়ে দিয়েছে, না কী করেছে, কিছুই জানি না। সঠিক খবর না পাওয়া পর্যন্ত খুবই চিন্তায় আছি।''
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টেনশন। সঞ্জিত চক্রবর্তীর পরিবারের বেশ কয়েকজন পাকাপাকিভাবে বাংলাদেশে থাকেন। দাদা স্বপন চক্রবর্তী, বাংলাদেশের দিনাজপুরের পীরগঞ্জ থানার প্রাক্তন পুলিশ আধিকারিক। আরেক দাদা তরুণ চক্রবর্তী বাংলাদেশের বগুড়া এলাকার দত্তপাড়ার কাউন্সিলর। অশান্তির ঘটনা সামনে আসার পর থেকেই দাদাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। সঞ্জিত চক্রবর্তী বলেন, "বিভিন্ন মাধ্যমে খবর পাই যে, তরুণদা যে আছে, বা ওঁরা যে আছে, স্বপনদা, ওঁদের বাড়িঘর ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যামিলির কারও খোঁজ নেই। আমরা খুব দুশ্চিন্তায় আছি।''
এদিকে বাংলাদেশের নাগরিকদের জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে এবার পোস্ট অফিসের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। তারকনাথ সেন নামে ওই ব্যক্তিকে গতকাল বসিরহাট থেকে পাকড়াও করা হয়। অভিযোগ, বাংলাদেশের নাগরিকদের ভুয়ো পরিচয় পত্র, জাল পাসপোর্ট, নথি তৈরি করে দিত একটি চক্র। ভুয়ো পাসপোর্ট তৈরির জন্য় মাথা পিছু নেওয়া হত ২ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযানে নামে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। এর আগে গ্রেফতার করা হয় সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল নামে দুই ব্য়ক্তিকে। সমরেশ বারাসাত এবং দীপক দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: BJP Membership Drive: হয়নি টার্গেট মিট, সদস্য সংগ্রহে এবার ময়দানে লকেট চট্টোপাধ্যায়