সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : দিনের আলোতে গৃহবধূ হত্যাকাণ্ডে (Housewife Murder Case)মূল অভিযুক্তকে গ্রেফতার করল উত্তর দিনাজপুর পুলিশ (Police)। বুধবার সকালে আলিপুরদূয়ার জেলার ফালাকাটার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যাক্তির নাম প্রবাল সরকার। বাড়ি কোচবিহার জেলার চ্যাংরাবান্দায়। উত্তর দিনাজপুর জেলার পুলিশ বুধবার তাকে মেডিকেল করিয়ে রায়গঞ্জে আনা হয়।
গত ১১ নভেম্বর, শুক্রবার রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লী এলাকায় দেবাশীষ দত্তের স্ত্রী সুপ্রিয়া দত্তকে নিশৃংসভাবে খুন করা হয়। বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে খুন বলে উত্তর দিনাজপুর জেলার পুলিশ জানতে পারে। এই খুনের ঘটনায় কোচবিহারর জেলার চ্যাংরাবান্দা এলাকার বাসিন্দা প্রবাল সরকার নামের এক যুবক যুক্ত বলে পুলিশ জানতে পারে। পুলিশ সেই তথ্যকে হাতিয়ার করে প্রবালের পিছু ধাওয়া করে। উত্তর দিনাজপুর জেলার পুলিশ জানতে পারে আলিপুরদূয়ার জেলার ফালাকাটার একটি হোটেলে গাঁ ঢাকা দিয়ে আছে প্রবাল। ফালাকাটা থানার পুলিশ এবং উত্তর দিনাজপুর জেলার পুলিশ যৌথ অভিযান চালিয়ে হোটেল থেকে প্রবালকে গ্রেফতার করে। পুলিশ তার কাছে সুপ্রিয়াদেবী ও তার ছেলের খোয়া যাওয়া মোবাইল দুটি উদ্ধার করে। সুপ্রিয়াদেবীর মোবাইল উদ্ধারের পর পুলিশ নিশ্চিত হয় খুনের মূল অভিযুক্ত প্রবাল। বুধবার তাকে আলিপুরদূয়ার আদালতে পেশ করে উত্তর দিনাজপুর পুলিশ।
সুপ্রিয়া খুন হওয়ার পরই প্রবালের কথা জানতে পারে পুলিশ। তাঁর সম্পর্কে যাবতীয় তথ্য হাতে করে শুরু হয় খোঁজ নেওয়া। তাতে জানা যায়, ফালাকাটার একিট হোটেলে গা ঢাকা দিয়ে রয়েছেন প্রবাল। তাতে ফালাকাটা পুলিশ এবং উত্তর দিনাজপুর জেলা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে হোটেল থেকে গ্রেফতার করে।পুলিশ জানিয়েছে, খুনের পর সুপ্রিয়া এবং তাঁর ছেলের মোবাইল ফোন দু'টির হদিশ মিলছিল না। প্রবালে কাছে সেই দুই ফোনই উদ্ধার করা হয়েছে। সুপ্রিয়ার মোবাইল ফোন উদ্ধারের পরই বোঝা যায়, প্রবালই রয়েছে খুনের নেপথ্যে। তিনিই মূল অভিযুক্ত। সেই মতো তাঁকে গ্রেফতার করে রায়গঞ্জ আনা হয়। বুধবারই আলিপুরদুয়ার আদালতে প্রবালকে পেশ করে উত্তর দিনাজপুর জেলা পুলিশ।
আরও পড়ুন, 'বোমা-অস্ত্র এখন কুটির শিল্প', রাজ্যেকে খোঁচা দিলীপের
অন্য দিকে, মুর্শিদাবাদের (Murshidabad) নওদায় তৃণমূল সাংসদের (TMC MP) গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু। বহরমপুর আসার সময় শিশুকে সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কা। গুরুতর আহত শিশুকে মেডিক্যালে কলেজে (Medical College) আনার পরে মৃত্যু। মায়ের সঙ্গে ব্যাঙ্কে এসেছিল শিশু, রাস্তায় সাংসদের গাড়ির ধাক্কা।