সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: প্রায় ৫০ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার (Brown Sugar)-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ (Islampur Police)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি বিশেষ টিম রামগঞ্জ নয়াপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান চালায়। যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালদা জেলার (Malda District) রতুয়া থানার আলপাড়া রতুয়া কলোনীর বাসিন্দা ২১ বছর বয়সী চেইনতারা খাতুনকে নামে একজনকে আটক করে পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ইসলামপুরের বিডিও।


চেইনতারা খাতুনের কাছে থাকা একটি ভ্যানিটি ব্যাগে ব্রাউন সুগারের দুটি প্যাকেট উদ্ধার করে পুলিশ। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুরের বিডিও রজত রঞ্জন দাস ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিক তদন্তে মহিলার কাছ থেকে প্রচুর মাত্রায় মাদক উদ্ধারে চেইনতারা খাতুনকে গ্রেফতার করে ইসলামপুর থানায় নিয়ে আসা হয়। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল জানিয়েছেন, 'গোপন সূত্রে খবর পেয়ে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ চেইনতারা খাতুনকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে ৭৩৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।' 'শিলিগুড়িতে পাচারের উদ্যেশ্যেই এই ব্রাউন সুগার নিয়ে যাওয়া হচ্ছিল', বলে ধৃত পুলিশকে জানিয়েছে। রবিবার ধৃতকে ইসলামপুর আদালতে পাঠানো হবে। এছাড়াও মাদক পাচার সংক্রান্ত সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।


আরও পড়ুন, 'আমরা কালো সাদায় বিশ্বাস করি না', রাষ্ট্রপতিকে নিয়ে অখিলের মন্তব্যে প্রতিক্রিয়া ফিরহাদের


চলতি বছরে জুলাই মাসে বিপুল অঙ্কের মাদক-সহ গ্রেফতার ২ যুবক। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায়  ১ কিলোগ্রাম। গোপন সূত্রে খবর পেয়ে মালদহের ইংরেজবাজার থানার মানিকপুর এলাকায় অভিযান চালায় এসটিএফ । তখনই প্রায় ১ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশের দাবি, ওই মাদকের আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষ টাকা। সম্ভবত কালিয়াচকের সীমান্তবর্তী এলাকা থেকে সেগুলি নিয়ে আসা হচ্ছিল। মালদহের বাইরে কোথাও পাচারের উদ্দেশ্য ছিল। তবে তার আগেই গোপন সূত্রে খবর পায় রাজ্য পুলিশের এসটিএফ। মাদক পাচার কারবারি সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে এক জনের বাড়ি কালিয়াচক থানার বাথরপুরে, অন্য জন ইংরেজবাজারের কাদিগ্রামের বাসিন্দা।