সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরে (North Dinajpur) অনগ্রসরদের স্কলারশিপ দুর্নীতি। করণদিঘির (Karandighi) সাবধান এলাকা থেকে জালিয়াতি চক্রের মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। জালিয়াতি, নথি জাল-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। 


অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জাতি শংসাপত্রের তথ্য হাতিয়ে টাকা তছরুপ! ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে স্কলারশিপের কোটি কোটি টাকা আত্মসাৎ। উত্তর দিনাজপুরের (North Dinajpur) করণদিঘিতে স্কলারশিপ জালিয়াতির ভুরি ভুরি অভিযোগ। অবশেষে পুলিশের জালে জালিয়াতি চক্রের মূল চক্রী মহতাবউদ্দিন। 


অভিযোগ, জাতি শংসাপত্রের তথ্য হাতিয়ে, অনগ্রসর সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য বরাদ্দ স্কলারশিপের বিপুল টাকা আত্মসাৎ করেছেন মহতাবউদ্দিন।
দুটি বেসরকারি ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে মহতাবউদ্দিনের অ্যাকাউন্টের হদিশ মিলেছে। রাজ্য সরকারের ওয়েসিস পোর্টাল ব্যবহার করে কীভাবে আবেদনকারীর নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়ে টাকা তোলা হচ্ছে, প্রকাশ্যে এসেছে সেই নথিও। 


স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, করণদিঘির বিডিও এবং আইসি-র কাছে অভিযোগে তাঁরা জানিয়েছিলেন,  স্কলারশিপ জালিয়াতির মূল চক্রী করণদিঘির সাবধান এলাকার বাসিন্দা মহতাবউদ্দিন। অভিযোগ, বিভিন্ন ব্যাঙ্কে নিজের একাধিক অ্যাকাউন্ট বানিয়ে অন্যদের জাতি শংসাপত্র ব্যবহার করে টাকা আত্মসাত্‍ করছেন তিনি। সেই কাজে মহতাবউদ্দিনকে সাহায্য করছে তাঁর ৩ ভাই। 


আরও পড়ুন: Birbhum News: পরিবারের সদস্যের মৃত্যু হলেও মেলেনি ক্ষতিপূরণের টাকা! বগটুইকাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ


শুক্রবার রুস্তম আলি নামে এক স্থানীয় ব্যক্তি জেলাশাসকের অফিসে মহতাবউদ্দিনের নামে ফের অভিযোগ জানান। শনিবার, জেলা অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের তরফেও করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরেই নড়চড়ে বসে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।


পুলিশ সূত্রে খবর, শনিবার করণদিঘির সাবধান এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত মহতাবউদ্দিনকে। ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে পাল্টা দাবি করেছেন স্কলারশিপ জালিয়াতিতে অভিযুক্ত মহতাবউদ্দিন।


করণদিঘি থানা সূত্রে খবর, জালিয়াতি, নথি জাল সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই জালিয়াতির সঙ্গে আর কারা জড়িত রয়েছে সেবিষয়ে তদন্ত চলছে।