সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ : ভারী বৃষ্টির জেরে জলকাদায় মুখ ঢেকেছে স্কুলের মাঠ। তার মধ্যেই চলছে দুয়ারে সরকার কর্মসূচি। কাদার মধ্যে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। জলকাদায় নেমে তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন বিডিও। এমনই ছবি ধরা পড়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।


মাঠ জুড়ে প্যাচপ্যাচ করছে জল আর কাদা। হাঁটতে গেলে কাদায় আটকে যাচ্ছে পা। একটু বেচাল হলেই পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা। অনেকে ঝুঁকি এড়াতে চটি হাতে নিয়েই জলকাদা ভেঙে চলেছেন। এই ছবি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের দেবীনগর মহারাজা জগদীশ নাথ হাইস্কুলের। সেখানে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। আর তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বৃষ্টি। গত কয়েক দিন ধরে বৃষ্টির দাপট বেড়েছে উত্তর দিনাজপুরে। তার জেরে রায়গঞ্জের জগদীশ নাথ হাই স্কুলের মাঠ কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। কিন্তু দুয়ারে সরকার কর্মসূচি চলায় দুর্ভোগ জেনেও হাজির হচ্ছেন সাধারণ মানুষ। তাঁরা জলকাদায় সমস্যায় পড়েছেন।


রাজ্যজুড়ে চলছে সরকারি প্রকল্প দুয়ারে সরকার। বর্ষাকালে জলকাদা উপেক্ষা করে এলাকার হাজার হাজার সাধারণ মানুষ স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার-সহ বিভিন্ন প্রকল্পের আবেদনের জন্য ভিড় জমাচ্ছেন দুয়ারে সরকার শিবিরে। কিন্তু জলকাদার জন্য সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। কর্দমাক্ত হয়ে যাচ্ছে তাঁদের পোশাক। তাঁরা জানাচ্ছেন, দুয়ারে সরকার শিবিরের স্থান পরিবর্তন করলে অনেক উপকার হত বলে। বর্ষার জলে শিবির আয়োজিত স্কুলের মাঠ জুড়ে জল আর কাদা জমে রয়েছে। সাধারণ মানুষ থেকে আমলা, রায়গঞ্জের জগদীশ নাথ হাই স্কুলে দুয়ারে সরকার কর্মসূচিতে জলকাদায় হয়রান হচ্ছেন সবাই। 


এই পরিস্থিতিতে প্যান্ট গুটিয়ে মাঠে নেমেছেন খোদ বিডিও শুভজিৎ মণ্ডল। জলকাদার মধ্যে এগিয়ে এসে সাধারণ মানুষকে গাইড করছেন তিনি। বিডিও বলেছেন, ‘প্রকৃতির ওপর কারও নিয়ন্ত্রণ নেই। আগে থেকেই দুয়ারে সরকার শিবিরগুলোর স্থান নির্ধারণ করে প্রচার করা হয়েছে। বৃষ্টির জন্যই সাধারণ মানুষের সমস্যা হচ্ছে।’