সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু (Dead) হল বাইক চালকের। গুরুতর আহত (Injured) বাইক আরোহী এক শিশু। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ (Raiganj) থানার সড়িয়াবাদ ডাক্তারমোড় এলাকায় রায়গঞ্জ-ভাটোল রাজ্য সড়কে। মৃতের নাম মাহাফুজ আলম (২৪)।  স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পিক আপ ভ্যানের চালক পালাতে গেলে স্থানীয় বাসিন্দারা ঘাতক পিক আপ ভ্যানের চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় পিক আপ ভ্যানে। রায়গঞ্জ-ভাটোল রাজ্য সড়কে ঘাতক পিক আপ ভ্যানটি দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা পুলিশ আসার সঙ্গে সঙ্গে পুলিশকে দেখে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকে।


মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে তিন বছরের ছোট্ট ছেলেকে নিয়ে মোটরবাইকে করে বাজার যাচ্ছিলেন সরিয়াবাদ মোহনা গ্রামের বাসিন্দা মাহাফুজ আলম। পথে সরিয়াবাদ ডাক্তারমোড় এলাকায় পেছন থেকে একটি পিক আপ ভ্যান সজোরে ধাক্কা মারে মাহাফুজের মোটরবাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক মাহাফুজের। গুরুতর জখম হয় তাঁর ছোট্ট ছেলে।  আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।


রাজ্যের অন্যপ্রান্তে পথ দুর্ঘটনায় মৃত্যু ২ খালাসির


এদিকে, একই দিনে রাজ্যের অন্য প্রান্তে পথ দুর্ঘটনায় মৃত্যু  ম্যাটাডোরের দুই খালাসির। সোমবার ভোরে ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। ঘটনায় জখম ম্যাটাডরের চালক।


পুলিশ সূত্রে খবর, এদিন ভোরে মালবোঝাই একটি ম্যাটাডোর ডানকুনির দিকে আসতে গিয়ে হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্য়ে চলন্ত লরির পিছনে ধাক্কা মারে সেটি। অভিঘাতে ম্যাটাডরের সামনের অংশ দুমড়ে যায়। আটকে পড়েন ম্যাটাডরের ড্রাইভার এবং দুই খালাসী। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, দ্রুত পৌঁছয় পুলিশও। পরে গ্যাস কাটারের সাহায্যে দুই খালাসির দেহ বের করা হয়। চালক গুরুতর জখম। তাঁকে উদ্ধার করে ডোমজুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন: টিটাগড়ে দুষ্কৃতীদের দৌরাত্ম্য, ব্যবসায়ীকে মারধরের অভিযোগ