সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : বয়স আসলে কী ? সংখ্যা-সমীকরণের হিসেব-নিকেষ বাদে অন্তত কিছুই নয় বিথীকা দাসের (Bithika Das) কাছে। অদম্য জেদ, ইচ্ছাশক্তি ও স্বপ্নপূরণের প্রত্যাশা নিয়ে এগিয়ে চলেছেন রায়গঞ্জের (Raigung) বাহিন গ্রাম পঞ্চায়েতের পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই বিথীকা। দিনকয়েক আগেই করেছেন স্বপ্নপূরণ। দুঃস্থ পরিবারের বিথীকা ৪৪ বছর বয়সে পৌঁছে হয়েছেন স্নাতকোত্তর। ৬৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন তিনি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় (Raigung University) থেকে বাংলায় মাস্টার্স করার পরে আপাতত তাঁর ইচ্ছা বাংলায় পিএইচডি (PHD) করার। 


পরিবারের আর্থিক অনটন, বাবার মৃত্যু থেকে বিভিন্ন চাপ, একাধিকবার থমকে গিয়েছিল পড়াশোনা। দায়িত্বের ভারে জীবন বয়েছিল ভিন্ন খাতে। কিন্তু সেসব খানিক সামলে নিয়েই ফের শুরু। ১৯৯৬ সালে পাশ করেছিলেন মাধ্যমিক। বাহিন হাই স্কুল থেকে। কৃষক পরিবারের মেয়ে বিথীকার পরিবারে অনটনের জেরে তারপর থমকে যায় পড়াশোনা। পোষ্যদের সঙ্গে দিনের একটা বড় সময় কাটানো বিথীকা গরুর দুধ বিক্রি করে অর্জিত অল্প জমিয়ে ২০০৮ সালে পাশ করেন উচ্চ মাধ্যমিক। তারপর দু'বছর বাবা মারা যাওয়ায় ফের একবার ছেদ পড়ে পড়াশোনায়। মা ও ভাইয়ের নিয়ে সংসার সামলে ২০১৯ সালে স্নাতক হন তিনি। যারপর এবার বাংলায় স্নাতকোত্তর।


বয়সের হিসেব উপেক্ষা করে কেন বারবার ফিরে যান পড়াশোনায় ? বিথীকা বলছেন, 'জীবনে বাঁচতে গেলে শিক্ষার বড় প্রয়োজন। আমি তাই স্বপ্নপূরণ করছি। বিশ্ববিদ্যালয়ের সাহায্য পেয়ে স্নাতকোত্তর হয়েছি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পাশে দাঁড়ালে বাংলায় পিএইডি করার স্বপ্ন দেখি।' মাটির উঠোনে একাধিক কুকুর-বিড়ালদের খাওয়ানোর মাঝে হাসিমুখে সহপাঠীদের কথাও আলাদা করে জানিয়েছেন তিনি। বিথীকা বলেন, 'আমার সঙ্গে যাঁরা পড়াশোনা করেছে, তাঁরা সকলেই বয়সে অনেকটাই ছোট। শুরুর দিকে খানিক অস্বস্তি থাকলেও তাঁরা যেভাবে আপন করে নিয়েছে, সাহায্য করেছে তাতে বিশ্ববিদ্যালয়ের মতোই আমার সহপাঠীদের কাছে কৃতজ্ঞ'।


রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানান, প্রথমেই ওনার মনের জোর, ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানাতে চাইব। সঙ্গে যখন তিনি স্নাতকোত্তক শুরু করেন তখনকার ও বর্তমান দুই উপাচার্যই দারুণভাবে ওঁকে উৎসাহ দিয়েছিলেন। আর ওঁর ইচ্ছার খোঁজ দিয়ে বিশ্ববিদ্যালয়ে এনেছিল পুলিশ। 


আরও পড়ুন- চোর সন্দেহে গণপিটুনিতে খুন ! পূর্ব বর্ধমানে জোড়া ঘটনায় প্রাণ গেল ৩ জনের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y