সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জ (Kaliaganj) পুরসভার (Municipality) ভাইস চেয়ারম্যান নির্বাচন ঘিরে, তৃণমূলের (TMC) কোন্দল (Inner Calash) সামনে চলে এল। দায়িত্ব না পেয়ে দলের প্রতি ক্ষোভ উগরে দিলেন ১৭ নম্বর ওয়ার্ডের ৬ বারের কাউন্সিলর। তবে ক্ষোভ আমল দিচ্ছে না তৃণমূল (TMC)। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP) । 


তৃণমূল (TMC) কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ জানিয়েছেন, ভিত্তিহীন বক্তব্য । এই বোর্ড ৫ বছর কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থে কাজ করবে ।


উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ (Kaliaganj) পুরসভার ভাইস চেয়ারম্যান কাকে করা হয়, তা নিয়ে বাড়ছিল জল্পনা। শনিবার খাম খুলে নাম ঘোষণা করতেই, সামনে চলে এল তৃণমূলের বিবাদ। নেতৃত্বকে তীব্র আক্রমণ করলেন ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বসন্ত রায়। গত পুরবোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন ওই প্রবীণ নেতা।


কালিয়াগঞ্জ পুরসভার (Kaliaganj Muicipality) ভোটে তিনি টানা ৬ বার জিতেছেন। তাঁর অভিযোগ, ভাইস চেয়ারম্যান পদ নিয়ে আর্থিক লেনদেন হয়েছে। 


অসীম ঘোষ আরও বলেন, দাবিদার সবাই থাকে। ওনার মন খারাপ হওয়া স্বাভাবিক, আবেগেই বলেছেন হয়তো। উনি তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসেবে থাকবেন বলে বিশ্বাস। কালিয়াগঞ্জে উপ পুরপ্রধান নিয়ে তৃণমূলে ক্ষোভ তৃণমূলকে কটাক্ষ বিজেপির (BJP)।


আরও পড়ুন: Rampurhat Violence: জীবন্ত পুড়িয়ে ৮ জনকে খুন? রামপুরহাট হত্যাকাণ্ডের এফআইআর-এ কী জানান হয়েছে?


উত্তর দিনাজপুরের (North Dinajpur) বিজেপি (BJP) সহ সভাপতি সুরজিৎ সেনের কথায়, কালিয়াগঞ্জ শুধু নয়, ইসলামপুরেও (Islampur) হবে। বিরোধীশূন্য করতে গিয়ে যেভাবে তারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছে, এটা শেষের শুরু হতে চলেছে। শুক্রবার চেয়ারম্যান নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ পুরসভা (Kaliaganj Municipality)। এবার ভাইস চেয়ারম্যান নির্বাচন নিয়ে অসন্তোষ তীব্র হল তৃণমূলের (TMC) অন্দরে।


আরও পড়ুন: Kolkata: লেডি ডাফরিন হাসপাতালের নার্সকে 'শ্লীলতাহানি'র অভিযোগে কাঠগড়ায় চিকিৎসক