সৌভিক মজুমদার, কলকাতা: নিয়োগের দাবিতে রোদ-ঝড়-জল উপেক্ষা করে দীর্ঘদিনের আন্দোলন কি এবার শীঘ্রই শেষ হতে চলেছে? কারণ অবশেষে পুজোর আগেই এসেছে সুখবর। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু করার নির্দেশ দিল আদালত। চাকরিপ্রার্থীদের মধ্যে খুশির হাওয়া বইলেও, নিয়োগ না হওয়া পর্যন্ত সতর্ক প্রত্যেকেই। 


উচ্চ প্রাথমিকের (Upper Primary) কাউন্সেলিং (Councelling) শুরুর নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। যদিও আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ নয়, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চেয়ে আদালতের দ্বারস্থ এসএসসি (SSC)।
 
চলতি বছরেই প্রায় ১৪০০০ শূন্যপদে নিয়োগ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় এসএসসি। ২০১৬ র নিয়োগপ্রক্রিয়া শুরু করতে চেয়ে আবেদন করে স্কুল সার্ভিস কমিশন। মেধাতালিকা প্রস্তুত, আদালত অনুমতি দিলেই নিয়োগ, আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানায় কমিশন। বেনিয়মের অভিযোগে ২০২০ সালের ১১ ডিসেম্বর উচ্চ প্রাথমিকের প্যানেল বাতিল করে নতুন প্যানেল তৈরির নির্দেশ দেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।


পরবর্তীকালে মামলা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ দেননি। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের কথা শোনার জন্য কমিশনকে নির্দেশ দেয় আদালত। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। এরপর নতুন প্যানেল তৈরির জন্য গাইডলাইন বেঁধে দেয় ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানায় যে আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ শুরু করা যাবে না।                                              


আরও পড়ুন, পুজোর আগেই মর্মান্তিক ঘটনা, দমদমে আগুনে ভস্মীভূত পুজো মণ্ডপ!


এরপর কমিশন জানায় যে প্যানেল তৈরি, আদালতের অনুমোদন প্রয়োজন। বিচারপতি তালুকদারের অবসরের পর মামলা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। আজ কাউন্সেলিং শুরুর নির্দেশ দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আদালত অনুমতি দেওয়ার পর, এখন কাউন্সেলিংয় কবে শুরু হয়, সেদিকেই তাকিয়ে চাকরিপ্রার্থীরা।