সুজিত মণ্ডল, কল্যাণী: বাঁকুড়া, চাকদা, রানাঘাটের পর এবার কল্যাণী (Kalyani) এইমসের (AIIMS) নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল আরও এক বিজেপি বিধায়কের (BJP MLA)। কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে পোস্টার ঘিরে শুরু হয়েছে শোরগোল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলেছেন বিধায়ক।         


দুর্নীতিতে নাম জড়াল বিধায়কের: পোস্টারে লেখা, কল্যাণী এইমসের চাকরি চোর বিধায়ক অম্বিকা রায় ও তাঁর শ্যালিকা নীলিমা বিশ্বাস। চোর অম্বিকা রায়ের বয়কট চাই, শাস্তি চাই। পোস্টার পড়েছে কল্যাণীর গয়েশপুর ও এইমস সংলগ্ন এলাকায়। এর আগে কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে CID-র মুখোমুখি হন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ ও বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের হয়। পঞ্চায়েত ভোটের আগে এবার গেরুয়া শিবিরের আরও এক বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। যা নিয়ে চরমে উঠেছে তৃণমূল বিজেপি চাপানউতোর।                                             


অম্বিকা রায় বলেন, “আমি তো বিধায়ক হিসাবে মাত্র ১০-১২ জনের কাজের সুপারিশ করেছি। ইতিমধ্যেই তো AIIMS এ ৫০০ এর বেশি কাজ করছে। তারা কারা? তৃণমূলের লোকও রয়েছে ওর মধ্যে।’’ যদিও কল্যাণী শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব দে বলেন, “আমাদের পোস্টার মারার সময় নেই। বিধায়কের ঘনিষ্টরাই পোস্টার মেরেছে। তৃণমূলকে নিয়ে ইস্যু করতে চায়।’’ পঞ্চায়েত ভোট যত এগোচ্ছে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে শাসকদলের বিরুদ্ধে ততই সুর চড়াচ্ছে গেরুয়া শিবির। এই আবহেই এবার কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও এক বিজেপি বিধায়কের নামে পোস্টার পড়ল।                 


এদিকে  অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকা ও বিপুল গয়না কি তাঁর? আজ আদালত চত্বরে এই নিয়ে বারবার প্রশ্ন করা হলেও নীরব রইলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ অন্য অভিযুক্তদের ফের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। তবে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইকে।


আরও পড়ুন: Child Health News: অ্যাডিনো ভাইরাসের দাপট শহরে, শিশু হাসপাতালে বেডের সঙ্কট