ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রুমা পাল ও আবির দত্ত, কলকাতা : এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে!  ২১ জুলাই ( 21 July News ) মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) বাড়ির কাছে ধৃত সন্দেহভাজন জিএসটি ফাঁকি ধরিয়ে মোদি সরকারের পুরস্কার পেয়েছিলেন! অঙ্কটা ছিল ১৮ লক্ষ টাকা! আলিপুর আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন সরকারি আইনজীবী ! 


২১ জুলাই ধরা পড়া নুর আমিনকে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ থেকে গ্রেফতার করেছিল পুলিশ। কী উদ্দেশ্যে নুর মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে গিয়েছিল, সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার আলিপুর আদালতে খোদ সরকারপক্ষেরই এই দাবি ঘিরে, রীতিমতো শোরগোল পড়ে গেল! খোদ সরকারি আইনজীবী আদালতে দাবি করলেন, GST দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ ছিল নুর আমিনের। বিভিন্ন সংস্থার জিএসটি ফাঁকির তথ্য সরবরাহ করাই ছিল নুরের কাজ! 


বৃহস্পতিবার আদালতে নুর আমিনের আইনজীবী সওয়াল করেন, নুর বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন। সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হোক। এই যুক্তি খারিজ করতে গিয়েই, সরকারি আইনজীবী সওয়াল করেন, নুর আমিনের সঙ্গে জিএসটি দফতরের DG পদমর্যাদার আধিকারিকদের যোগাযোগ ছিল। নুর বিভিন্ন সংস্থার জিএসটি ফাঁকির তথ্য তাঁদের দিতেন। সেই সূত্রের ওপর নির্ভর করে সংশ্লিষ্ট সংস্থায় তল্লাশি-অভিযান চালাতেন জিএসটি বিভাগের অফিসাররা। সরকারি আইনজীবী আরও বলেন, এর জন্য নুর কেন্দ্রীয় সরকারের তরফে ১৮ লক্ষ টাকা পুরস্কার পান। 
সেই সংক্রান্ত শংসাপত্র নুরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বলে আদালতে দাবি করেছে সরকারপক্ষ।  


বুধবারই নুরের গ্রেফতারির ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেছিলেন, তাঁর বাড়িতে বিএসএফের পোশাকে ঢুকে পড়েছিল এই নুর আমিন। কিন্তু, তার ২৪ ঘণ্টার মধ্য়ে সরকারি আইনজীবী আদালতে যে দাবি করলেন, তাতে স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন এখন এটাই যে, ২১ জুলাই ঠিক কী উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়েছিলেন নুর আমিন?


এদিন আদালতে সরকারি আইনজীবী জানান, নুর আমিনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে, আরেক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ওই ব্যক্তি ভুয়ো আইডেন্টিটি কার্ড বানিয়ে দিত নুর আমিনকে!  শুনানির শেষে নুরকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আলিপুর আদালত।  


আরও পড়ুন


মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial