কলকাতা: তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan)-এর বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। কোটি কোটি টাকা নিয়ে, ফ্ল্যাট না দিয়ে, ওই টাকায় নিজের বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছিল তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে। বিজেপির উদ্য়োগে এ নিয়ে ইডির কাছে অভিযোগ জানিয়েছিলেন অভিযোগকারীরা।  সদ্য তৃণমূল সাংসদ এই অভিযোগের ভিত্তিতে একটি সাংবাদিক সম্মেলন করে জানান, তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নেই। তিনি লোন নিয়েছিলেন ও সেটা যথাসময়ে শোধ করে দেন। কিন্তু ঠিক কী অভিযোগ ছিল নুসরতের বিরুদ্ধে?


গতকালই সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) বলেন, 'বিরাট দুর্নীতি। আমার কাছে বয়স্ক মানুষেরা এসেছিলেন। ওঁরা সবাই প্রবীণ মানুষ। আমি শঙ্কুকে (শঙ্কুদের পণ্ডা) দায়িত্ব দিয়েছিলাম। সরাসরি ওই সাংসদ দুর্নীতির সঙ্গে যুক্ত। ওই প্রবীণ মানুষদের থেকে টাকা নিয়ে উনি ১ কোটি ৫৫ লক্ষ টাকার একটি ফ্ল্যাটও কিনেছেন। আমার হাতে সব নথ্য রয়েছে। ওঁদেরকে নিয়ে শঙ্কু ইডিতে অভিযোগ করেছে ইতিমধ্যেই। ইডি নিজেই বিষয়টা দেখতে পারে। যদি না দেখে তাহলে আমরা আইনের সাহায্য নেব। এই সমস্ত প্রবীণ মানুষদের আমরা ন্যায়বিচার দেব। ইতিমধ্যেই সাংসদের দুর্নীতি ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে বাকিটাও প্রকাশ হয়ে যাবে।'


https://bengali.abplive.com/short-videos/news/suvendu-on-nusrat-997627/amp


এই অভিযোগের পাল্টা আজ সাংবাদিক সম্মেলন করেন নুসরত। সাংবাদিক সম্মেলনের শুরুতেই তিনি বলেন, 'ব্যাখ্যা তারাই দেয় যাঁরা অপরাধ করে বা যাঁরা ভয় পান। আমি কোনও অপরাধ করিনি। শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম বলে উত্তর দিতে পারিনি। যে বিষয় বিচারাধীন রয়েছে, সেটা নিয়ে মন্তব্য করা কোনও সভ্য নাগরিকের কাজ নয়। আমি আশা করব, সেটা আপনারা করবেন না। অনেকেই না জেনে অনেক মন্তব্য করেছেন।'


এরপর নুসরত বলছে শুরু করেন, ' প্রথমত, যে কোম্পানির নামে অভিযোগ উঠেছে আর্থিক দুর্নীতির, তার সঙ্গে নাকি আমি জড়িত।  সেই কোম্পানি আমি ২০১৭ সালের মার্চ মাসে ছেড়ে দিয়েছি। দ্বিতীয়ত, আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমার বাড়ি দুর্নীতির টাকায় কেনা। এই উত্তরে আমি বলব, এই কোম্পানি থেকে আমি একটি লোন নিয়েছিলাম। তার সংখ্যাটা হল ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ টাকা। ২০১৭ সালের মে মাসে সুদসমেত এই কোম্পানিকে আমি ১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৯৯৫ টাকা এই কোম্পানিকে আমি ফেরত দিই। তার সমস্ত প্রামাণ্য নথি, বাড়ির দলিল আমার কাছে রয়েছে। আমি চাইলে খুলে দেখাতে পারি। তবে এটা দেখতে কোর্ট থেকে নিতে হবে।'



আরও পড়ুন: Nusrat Jahan: 'জড়িত নই, লোনের টাকাও শোধ করেছি', আর্থিক দুর্নীতির অভিযোগে পাল্টা জবাব নুসরতের