প্রকাশ সিনহা, কলকাতা : শিক্ষায় দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জেলে রয়েছেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা থেকে লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds) প্রাক্তন COO! গরুপাচার মামলায় দিল্লির তিহাড়ে বন্দি বীরভূমে তৃণমূলের শেষ কথা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ও তাঁর মেয়ে! এরই মধ্যে, রাজারহাটের ফ্ল্যাট দুর্নীতি মামলায় বসিরহাটের তৃণমূল সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানকে দু-দফায় প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনি বলেছিলেন, ' আমাকে যা যা প্রশ্ন করা হয়েছে, আমি সমস্ত জবাব দিয়ে দিয়েছি। আমি সবরকমভাবে সহযোগিতা করেছি। ' কিন্তু রাজারহাট ফ্ল্যাট-প্রতারণা মামলায় তৃণমূল সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) কাছে আরও নথি চাইল ED। সূত্রের খবর, যে যে নথি চাওয়া হয়েছিল, সব জমা দেননি নুসরত।
চলতি মাসের ১২ তারিখ ইডির জিজ্ঞাসাবাদের পর, নুসরত বলেছিলেন , 'আমার যা যা চাওয়া, ওনাদের যা যা পাওয়া,সব দেওয়া হয়ে গেছে।' কিন্তু ইডি তা মনে করছে না।
রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট বানানোর জন্য 'সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড' নামে একটি সংস্থার বিরুদ্ধে ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে মোট ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা বাজার থেকে তোলার অভিযোগ ওঠে। অভিযোগ, ৯ বছরেও বিনিয়োগকারীরা কেউ-ই ফ্ল্যাট পাননি। আর অভিযুক্ত এই সংস্থারই ডিরেক্টর ছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। এই প্রেক্ষাপটে ৩১ জুলাই, বিনিয়োগকারীদের নিয়ে ED'র দ্বারস্থ হন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। সেই ঘটনায় আর্থিক বেনিয়ম খুঁজে বের করতেই তদন্তে নেমেছে ইডি।
রাকেশ সিং-কেও দ্বিতীয়বার তলব
এবার বাকি নথি নুসরত জাহানের কাছে চেয়ে পাঠিয়েছে ED। এর পাশাপাশি, ফ্ল্যাট-প্রতারণাকাণ্ডে অভিযুক্ত সংস্থা ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের আরেক ডিরেক্টর রাকেশ সিং-কেও দ্বিতীয়বার তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।
নুসরত, রূপলেখার বয়ানের সঙ্গে মিলছে রাকেশের বয়ান?:
আগামী সপ্তাহে রাকেশ সিং-কে ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সংস্থার দুই ডিরেক্টর নুসরত জাহান এবং রূপলেখা মিত্রকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ED। সেই বয়ানের সঙ্গে রাকেশ সিংয়ের বয়ান মিলিয়ে দেখতে চায় কেন্দ্রীয় এজেন্সি। এর আগে ED-র কাছে সময় চান রাকেশ।
সাম্প্রতিককালে একাধিক দুর্নীতির মামলায় ED, CBI-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আইনমন্ত্রী মলয় ঘটক, যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ, সেই তালিকাতেই এখন ঢুকে গিয়েছে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের নাম!