শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) ওবিসি (OBC) ভোটে নজর বিজেপির (bjp)। বাংলার অনগ্রসর শ্রেণির মানুষের কাছে পৌঁছে যেতে নতুন কর্মসূচি নিল গেরুয়া শিবির। ৯দিনে বাংলার ৫ হাজার বাড়িতে পৌঁছোনোর পরিকল্পনা নিয়েছে বিজেপির ওবিসি মোর্চা। এনিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। 


সামনেই পঞ্চায়েত নির্বাচন। এখনও ঘোষণা হয়নি ভোটের দিনক্ষণ। তার আগে লড়াইয়ের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল। পিছিয়ে নেই বিজেপিও। যুব মোর্চার 'গ্রাম সম্পর্ক অভিযানে'র পর এবার গ্রাম বাংলার অনগ্রসর শ্রেণির মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে আরও একটি রণকৌশল নিল গেরুয়া শিবির। 


এবার বিজেপির লক্ষ্য ওবিসি ভোটব্যাঙ্ক। রাজ্যে ওবিসিদের বঞ্চনার কথা তুলে ধরা হবে 'গ্রামে গ্রামে চলো ঘরে ঘরে চলো' কর্মসূচির মাধ্যমে। রাজ্য বিজেপি সূত্রে খবর, ৯দিনে বাংলার ৫ হাজার বাড়িতে পৌঁছে যাবে ওবিসি মোর্চার প্রতিনিধিরা। গত ৯ বছরে মোদি সরকার ওবিসিদের উন্নয়নে কী কী কাজ করেছে, সেসব বিষয় মানুষের কাছে প্রচার করা হবে। গেরুয়া শিবিরের অভিযোগ, এরাজ্যে তৃণমূল সরকারের আমলে ওবিসিরা বঞ্চনার শিকার হয়েছে। 


সেই অভিযোগও তুলে ধরবে বিজেপির ওবিসি মোর্চার প্রতিনিধিরা।  কর্মসূচিতে অংশ নেবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যরা।


বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলছেন, বঞ্চনা শিকার ওবিসিরা।বাড়ি বাড়ি যাওয়া হবে। দিলীপদাও থাকবেন।  পুলিশ বাধা দিলেও কর্মসূচি চলবে।  অন্যদিকে তৃণমূল কংগ্রেসের  রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথা, একমাত্র গ্রামে চলো করতে পারে তৃণমূল। ওদের কোনও লোক বনেই কাদের নিয়ে গ্রামে যাবে। স্বার্থপর এক দল। ৬ এপ্রিল থেকে শুরু হবে এই গ্রামে গ্রামে চলো, ঘরে ঘরে চলো কর্মসূচি।  চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। 


একদিকে যখন তৎপর বিজেপি, অন্যদিকে পুরোদমে মাঠে নেমেছে শাসক দলও। গতকালই সাংবাদিক বৈঠকে জানানো হয়েছিল, আগামী ১ এপ্রিল থেকেই রাজ্যে ফের শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচি। পঞ্চায়েত ভোটের আগে সাধারণ মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি বজায় রাখতেই এই তৎপরতা বলে মনে করছে একাংশ। পাশাপাশি এও জানানো হয়েছে, দুয়ারে সরকার ছাড়াও অন্যান্য কর্মসূচি যেমন, দিদির দূত, দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতও জোর দেওয়া হচ্ছে। তৃণমূলের দাবি, সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।