কলকাতা: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। একদিকে, সিগনালের ত্রুটিকে যখন দায়ী করছে রেল, সেই সময় গাফিলতির প্রশ্নে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলছেন বিরোধীরা (Odisha Train Accident)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই সেই নিয়ে আক্রমণ শানিয়েছেন। রেলওয়ে সেফটি কমিশন থাকতে কেন CBI-কে তদন্তভার দেওয়া হচ্ছে, প্রশ্ন তোলেন তিনি। টেনে আনেন জ্ঞানেশ্বরীর প্রসঙ্গও। সেই নিয়ে এ বার মমতাকে আক্রমণ করলেন বিজেপি (BJP) বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Odisha Train Accident)। 


একসময় তৃণমূলে থাকলেও, বর্তমানে খড়্গপুরে বিজেপি-র বিধায়ক হিরণ। একযুগ কেটে গেলেও, জ্ঞানেশ্বরীকাণ্ডে CBI আজও কিছু বার করতে পারেনি বলে মমতা যে মন্তব্য করেন, এ দিন তার সমালোচনা করেন হিরণ। তাঁর কথায়, "জ্ঞানেশ্বরীর চার্জশিটে যাঁর নাম ছিল, সেই ছত্রধর মাহাতো আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা।" CBI তদন্তকে স্বাগত জানানো উচিত বলে মত হিরণের। 


এ নিয়ে হিরণকে একহাত নেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, "CBI-এর কনভিকশনের হার কতটা, তা আমরা জানি। তার পরেও তদন্ত দেওয়ার অর্থ, রেলকে ক্লিনচিট দেওয়া বলে আশঙ্কা। বিগত কয়েক বছরের কর্মকাণ্ডে তা ইতিমধ্যেই প্রমাণিত।"


আরও পড়ুন: Odisha Train Accident: জীবিত করমণ্ডল এক্সপ্রেসের দুই চালক, প্রাথমিক বয়ান রেকর্ড করেছেন, পেয়ে গিয়েছেন ক্লিনচিটও


তবে একা তৃণমূল নয়, CBI-কে তদন্তভার দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে অন্য বিরোধী দলগুলিও। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের কথায়, 'বালেশ্বর ট্রেন দুর্ঘটনা নিয়ে রেলওয়ের সেফটি কমিশনার রিপোর্ট জমা দেওয়ার আগেই, CBI তদন্তের ঘোষণা। ব্যর্থতা ঢাকতে নতুন শিরোনাম তৈরি করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় এটা। ক্রোনোলজিটা ভেবে দেখুন'।


এ প্রসঙ্গে ২০১৬ সালের ইন্দোর-পটনা এক্সপ্রেস দুর্ঘটনার উল্লেখ করেন জয়রাম। তিনি জানিয়েছেন, ওই দুর্ঘটনায় ১৫০ জন প্রাণ হারান। তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু NIA তদন্তের আবেদন জানান। কিন্তু কানপুরে প্রধানমন্ত্রী গিয়ে দাবি করলেন, এর নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। এর পর জানা গেল, NIA তদন্তের রিপোর্ট জমা দেবে না। আজ পর্যন্ত রিপোর্ট জমা পড়েনি।


একসময় রেলমন্ত্রকের দায়িত্ব সামলানো মমতা, বালেশ্বর দুর্ঘটনায় CBI তদন্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, সাঁইথিয়া এবং জ্ঞানেশ্বরী দুর্ঘটনার তদন্তভার CBI-কে দেওয়া হয়েছিল। কিন্তু একযুগ কেটে গেলেও, কিছু হয়নি। তাই বালেশ্বরের ক্ষেত্রে রেলের সেফটি কমিশনকে তদন্তভার দেওয়া উচিত বলে জানান মমতা।