ঝিলম করঞ্জাই, কলকাতা: সরশুনায় বহুতল থেকে পড়ে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু, (Behala Death) তুমুল হইচই এলাকায়। চারতলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। ঘটনাস্থলে পৌঁছয় সরশুনা থানার পুলিশ। (police)


স্কুল থেকে পড়ে গিয়ে মৃত্যু...
গত কাল, সোমবারই, বহুতল থেকে পড়ে গিয়ে আর এক মর্মান্তিক ও রহস্যজনক মৃত্যুর খবর শুনেছে শহর কলকাতা। সেটি কসবা এলাকার। কসবার একটি স্কুলের ৫তলা থেকে পড়ে ছাত্রের রহস্যমৃত্যু হয় সোমবার। প্রাথমিক ভাবে শোনা গিয়েছে, প্রজেক্ট জমা দিতে না পারায় মানসিক চাপ দেওয়া হচ্ছিল ওই পড়ুয়াকে। এমনকি, স্কুলের মধ্যেই অত্যাচার করে মেরে ফেলার অভিযোগও উঠেছে। 'কান থেকে রক্ত, হাড় ভাঙেনি, তাহলে কীভাবে উপর থেকে পড়ে মৃত্যু। ৫তলায় কী করতে ছাত্রকে নিয়ে যাওয়া হয়েছিল?' প্রশ্ন পরিবারের। আত্মহত্যা কিংবা দুর্ঘটনা নয়, ছাত্রের মৃত্যুতে আরও দাবি পরিবারের।
মাসখানেক আগেই যাদবপুরে হস্টেলের ৩ তলা থেকে ছাত্রের মৃত্যুর ঘটনায় চমকে উঠেছিল মহানগর। তার উপর সোমবারের এই ঘটনা। মারধরে মারা গিয়েছে ওই পড়ুয়া, তারপরে ছাদ থেকে পড়ে মৃত্যুর তত্ত্ব দেওয়া হচ্ছে, দাবি করেছে ছাত্রের পরিবার। 'করোনার সময় বেতন বৃদ্ধির প্রতিবাদ করায় দেখে নেওয়ার হুমকি', হুমকি দেওয়া হয়েছিল স্কুলের তরফে, আরও অভিযোগ নিহত ছাত্রের পরিবারের। ৫ তলায় ২ ছাত্রকে নিয়ে গিয়েছিলেন ৫ শিক্ষিকা, জানাচ্ছেন পরিজনেরা। মৃতের বাবা প্রশ্ন , 'আমার ছেলের আজ দুটো প্রজেক্ট স্কুলে নিয়ে যাওয়ার কথা ছিল। ও একটা প্রজেক্ট নিয়ে যায়। গোটা ক্লাসের সামনে ওকে বলা হয় কান ধরো। হয়তো ওঁর মনে কোথাও দাগ পড়ে গিয়েছে। এরপর ছেলেটা যে কোথায় চলে গেল স্কুলের কেউ জানতে পারল না। কোনও সিকিউরিটি নেই? এখন বলছে ও ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। এদিকে এর আগে আমাকে ফোনে বলা হয়েছিল যে ও সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। কোনটা সত্যি?'     


রহস্যমৃত্যু নিয়ে আগেও শিরোনামে সরশুনা...
গত বছর ফেব্রুয়ারিতে বেহালার সরশুনায় এক ব্যক্তির হাত-পা বাঁধা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনার ২৪ ঘণ্টা আগে থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। পর দিন সকালে ল্যান্ড-এর মাঠের কাছে পড়ে থাকতে দেখা যায় মৃতদেহটি। পরিবারের অভিযোগ ছিল, খুন করা হয়েছে ওই ব্যক্তিকে।
এবার এই বৃদ্ধের মৃত্য়ু ঘিরে নতুন চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। 


আরও পড়ুন:নেতৃত্বে রোহিত, ডেপুটি হার্দিক, বিশ্বকাপের ১৫ সদস্যের ভারতীয় দলে সূর্যকুমার