কলকাতা: কলকাতায় (Kolkata Omicron Update) আয়ারল্যান্ড ফেরত আরও ১ জনকে ঘিরে ওমিক্রন (Omicron) -সন্দেহ। আয়ারল্যান্ড ফেরত মহিলার করোনা রিপোর্ট (Corona Positive) পজিটিভ, বেলেঘাটা আইডিতে (Beleghata ID Hospital) ভর্তি। ওমিক্রন-সন্দেহে (Omicron) ডাবলিন ফেরত আরেকজনকে বাড়িতেই আইসোলেশন। আগামীকাল ২জনেরই নমুনা পাঠানো হবে জিনোম সিকোয়েন্সিংয়ে। উল্লেখ্য, ওমিক্রন (Omicron Update) নিয়ে সাবধান করলেন মুখ্যমন্ত্রী। বিদেশ থেকে এলে আইসোলেশনে থাকার পরামর্শ।


উল্লেখ্য, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৬০ পেরিয়ে গেল।  সংসদে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।  ওমিক্রন নিয়ে এই উদ্বেগের মধ্যে ধাক্কা খেল শেয়ার বাজার। সপ্তাহের প্রথম কাজের দিনে শেয়ার পড়ল হাজার পয়েন্টের বেশি।  


ভারতে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ১৬১ জন। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Ministry)। এদিকে কলকাতায় ডাবলিন ফেরত একজনকে ওমিক্রন আক্রান্ত (Omicron Update) সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ে। ওমিক্রন উদ্বেগের মধ্যে সোমবার ধাক্কা খেল শেয়ার বাজারও। 


ভারতে ওমিক্রন আক্রান্তের (India Omicron Update) সংখ্যা ১৬০ পেরিয়ে গেল। সংসদে নিজেই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Ministry)। তাহলে কি করোনার তৃতীয় ঢেউ এবার ভারতে আছড়ে পড়তে চলেছে? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন, পরিস্থিতি মোকাবিলায় তৈরি সরকার। তবে ওমিক্রন উদ্বেগের মধ্যেই জোরাল ধাক্কা খেল দেশের শেয়ার বাজার! সপ্তাহের প্রথম কাজের দিনে সেনসেক্স পড়ল হাজার পয়েন্টেরও বেশি। নিফটি নেমে গেল ১৬ হাজার ৬৫০-এর নীচে। 


সব মিলিয়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগ চরমে উঠছে। ২ ডিসেম্বর ভারতে প্রথম কর্ণাটকে ওমিক্রন আক্রান্তের হদিশ মেলে। ১১ ডিসেম্বর সংখ্যাটা ৩৩-এ পৌঁছে যায়। আর ৯ দিনের মধ্যে, সেটাই ১৬০ ছাড়িয়ে গেল। এই পরিস্থিতিতে সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিলেন, ওমিক্রনের মোকাবিলায় প্রস্তুত সরকার।


এদিকে ওমিক্রন উদ্বেগের মধ্যেই কার্যত ধস নামল শেয়ার বাজারে। বাজার বন্ধের সময় দেখা গেল, একদিনে সেনসেক্স পড়ল প্রায় ১২০০ পয়েন্ট। নিফটি পড়ল ৩৭১ পয়েন্ট।